ঢাকার সিনেমার জন্য প্রথমবারের মতো গান গাইবেন কবির সুমন
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
কলকাতার কিংবদন্তি সঙ্গীতশিল্পী কবীর সুমন এবারে প্রথমবারের মতো ঢাকার সিনেমার জন্য গান গাইবেন। রাশিদ পলাশ নির্মিত ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের জন্য গান ‘একবার বিদায় দে মা ঘুরে আসি/ হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিবেন তিনি। ছবির পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন কবীর সুমন নিজেও।
এ সম্পর্কে রাশিদ পলাশ জানান, কবীর সুমন এ ছবিতে কণ্ঠ দিবেন বলে নিশ্চিত করেছেন। তিনি প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমার গানে কণ্ঠ দিবেন। আর এই ছবির গানে কণ্ঠ দিতে পেরে কবীর সুমন নিজে গর্ববোধ করছেন বলে জানিয়েছেন।
এদিকে এক ভিডিও বার্তায় কবীর সুমন বলেন, রাশিদ পলাশ কিছুদিন আগে আমাকে বাংলাদেশ থেকে ফোন করেছেন। তিনি জানান তাঁরা কয়েকজন মিলে শহীদ প্রীতিলতাকে নিয়ে একটি সিনেমা বানাচ্ছেন।এতে আমাকে একটি গান করতে বলেন। আমি ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের জন্য গানটি স্বকণ্ঠে গেয়ে দেবো।
তিনি বলেন, এই গানটির জন্য আমাকে স্মরণ করায় গর্ববোধ করছি। টিম প্রীতিলতা নামে যে সংগঠনটি এই মুভিটা করছে, আমি এখন থেকে টিম প্রীতিলতারই একজন সদস্য। আমি প্রাণখুলে চাই ছবিটা সার্থক হোক। লোকে ছবিটা দেখুক।
১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুভাষচন্দ্র’ চলচ্চিত্রে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি প্রথম ব্যবহার হয়েছিল। এরপর অনেক শিল্পীই এই গান করেছেন।
সিনেমাটি প্রযোজনা করছে ইউ ফোর সি লিমিটেড। প্রীতিলতা চরিত্রে চিত্রনায়িকা পরীমনি ও মাস্টার দা সূর্যসেন চরিত্রে আহমেদ রুবেল অভিনয় করবেন।
আগামী ১ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা যায়। সিনেমাটির প্রথম লটের কাজ হবে পুরান ঢাকায় ও দ্বিতীয় লটে কাজ হবে চট্টগ্রামে। প্রীতিলতা ট্রাস্ট ছবিটির সঙ্গে যুক্ত আছে। চলচ্চিত্রটির পান্ডুলিপি উপদেষ্টা হিসেবে থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও কস্টিউম ডিজাইনিংয়ে থাকবেন বিবি রাসেল।