বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তেলেগু সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা কাজল আগরওয়াল। আগামী ৩০ অক্টোবর বিয়ে করছেন তিনি এমন খবর নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি।
ইনস্টাগ্রামে কাজল আগারওয়াল লিখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি ২০২০ সালের ৩০ অক্টোবর মুম্বাইয়ে গৌতম কিচলুর সঙ্গে ছোট পরিসরে পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসছি। এই মহামারি যদিও এই আনন্দকে সংকুচিত করবে। তবে আমরা একসঙ্গে জীবন শুরু করতে পেরে আনন্দিত।
এর আগে গত আগস্টে বিলিয়নেয়ার ব্যবসায়ী গৌতমের সঙ্গে কাজল আগরওয়ালের গোপনে আংটি বদল হয় বলে খবর চাউর হয়। তবে এ সম্পর্কে কিছুই জানাননি এই তামিল নায়িকা।
লক্ষ্মী মাচুর শোতে কাজল একবার বলেছিলেন, তিনি ২০২০ সালে বিয়ের পরিকল্পনা করছেন। আর তা পারিবারিকভাবেই হতে পারে বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এমন কাউকে তিনি স্বামী হিসেবে চান, যিনি যত্নবান ও আধ্যাত্মিকতায় উদ্ভাসিত।
কয়েক বছর ধরে তেলেগু ইন্ডাস্ট্রির রানা দাগ্গুবতি ও প্রভাসসহ অনেকের নাম উচ্চারিত হয়েছে তাঁর পাশে। তবে এ সব গুঞ্জনই থেকে গেছে।
কাজল আগরওয়াল ২০০৪ সালে ‘কিউ! হো গায়া না…’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। ২০০৭ সালে ‘লক্ষ্মী কালিয়ানাম’ চলচ্চিত্রের মাধ্যমে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ ঘটে কাজলের। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘চান্দামামা’চলচ্চিত্রটি তাঁকে বাণিজ্যিক সাফল্য এনে দেয়। এ ছবির জন্য তিনি শ্রেষ্ঠ তেলেগু অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান।
এছাড়া তাঁর অভিনীত সুপার হিট সিনেমার মধ্যে রয়েছে- ডার্লিং (২০১০), বৃন্দাভানাম (২০১০), মি. পারফেক্ট (২০১১), বিজনেসম্যান (২০১২), নায়ক (২০১৩) এবং বাদশাহ (২০১৩)।