শোবিজের ৪ তারার জন্মদিন আজ। শোবিজের এ সময়ের বহুল জনপ্রিয় চার তারকা শিল্পী মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম। ৩৯ বছরে পা দেওয়া শাওন সময় কাটাচ্ছেন দুই শিশু পুত্র নিশাদ নিনিতের সঙ্গে। ৩২ বছরে পা দিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। বেশ ভালই ব্যস্ততায় কাটাচ্ছেন তিনি। সোহানা সাবা ইতিমধ্যে ফেসবুকে শেয়ার করেছেন ভক্তদের উদ্দেশ্যে ভিডিও বার্তা। নাদিয়া আফরিন মীমও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
এই চার গুনী অভিনয়শিল্পীর জন্মদিনে কালচারাল ইয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা।
গুনী সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের স্ত্রী শোবিজের গুনী অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন। ১৯৮১ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। তিনি একাধারে চলচ্চিত্র ও নাটক পরিচালনা করেন, তিনি গুনী একজন নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী ও স্থপতি। শাওন নৃত্যশিল্পী হিসেবে নতুন কুঁড়িতে বিজয়ী হয়েছিলেন।
অভিনেত্রী ও মডেল সোহানা সাবার জন্মদিন আজ। নাচের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। তবে এরপর থেকে নিয়মিত কাজ শুরু করেন অভিনেত্রী হিসেবে। অসংখ্য নাটকে তিনি অভিনয় করেছেন। বেশকিছু সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। তার জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে। তিনি সেখানে ভক্তদের সঙ্গে নিজের ভালো লাগার অনুভূতি শেয়ার করেন। তিনি বর্তমানে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন। বেশকিছু টিভি নাটকেও অভিনয় করছেন তিনি।
১৯৮৮ সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন মৌসুমী হামিদ। ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার পর থেকেই মিডিয়ায় যাত্রা শুরু করেন তিনি।
আরেক অভিনেত্রী নাদিয়া আফরিন মিমের জন্মদিন আজ। ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন নাদিয়া। তিনি বেশকিছু আলোচিত টেলিভিশন নাটকে অভিনয় করেছেন।