করোনায় আক্রান্ত হয়েছেন মডেল, অভিনেত্রী ও চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালক অনন্য মামুন স্পর্শিয়ার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১২ অক্টোবর স্পর্শিয়া কোভিড-১৯ পরীক্ষা করান। ১৩ অক্টোবর সেখান থেকে জানানো হয় তিনি কোভিড-১৯ পজেটিভ। তিনি বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। টানা শুটিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন অর্চিতা স্পর্শিয়া। সপ্তাহ খানেক আগে করোনা পরীক্ষা করালে এ অভিনেত্রীর রিপোর্ট পজেটিভ আসে। তখন থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।
তবে ভয়ের কোনো কারণ নেই জানিয়ে স্পর্শিয়া বলেন, দিনে দিনে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। বাসা থেকেই যাবতীয় কাজকর্ম করছেন তিনি।
স্পর্শিয়া সম্প্রতি ‘নবাব এলএলবি’ ছবির শুটিং করছিলেন। এই শুটিং ইউনিট থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে তিনি জানান। সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমায় সুপারস্টার শাকিব খান অভিনয় করছেন। শাকিব খান করোনার ঝুঁকিতেও অভিনয় করেছেন, কারণ সিনেমার সঙ্গে অনেকের রুটি রুজি জড়িত, তাদের জন্য কাজেই ফিরেছেন তিনি-এমনটা বলেছিলেন শাকিব।
তিনি গত মাস থেকেই শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এই ছবিতে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও একটি রগুরত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম। আরও অভিনয় করছেন, রাশেদ অপু, এল আর সীমান্ত, শাহেদ আলীসহ অনেকে।
‘নবাব এলএলবি’ আই-থিয়েটার নামে একটি অ্যাপে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।
এর আগে অনন্য মামুনের পরিচালনায় ‘কাঠবিড়ালী’ সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তাঁর। তবে সুপারস্টার শাকিব খানের সঙ্গে তাঁর প্রথম সিনেমা ‘নবাব এলএলবি’।