বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনামুক্ত হয়ে ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন, মাঝে সাজে চোখ খুলছেন, আস্তে আস্তে কথা বলার চেষ্টাও করছেন। সচল হয়ে উঠছে অঙ্গ-প্রত্যঙ্গও।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রবীণ এই অভিনেতা এখন অনেকটাই সুস্থ। তাঁর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ আগের চেয়ে অনেক বেশি সচল হয়ে উঠেছে। যদিও তিনি এখনও কিছুটা তন্দ্রাচ্ছন্ন, কাটেনি দুর্বল ভাব।
চিকিৎসকরা জানিয়েছেন, সোডিয়ামের মাত্রাসহ অন্যান্য শারীরিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক। সিরিঞ্জ পাম্পের মাধ্যমে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক করার চেষ্টা ফলপ্রসূ হয়েছে। গত দুদিনে সৌমিত্রর জ্বর আসেনি।
সৌমিত্র চট্টোপাধ্যায় সুস্থবোধ করলেই হাসাপাতালের কেবিনে শুয়ে গান শুনছেন। রবীন্দ্রনাথের গানসহ প্রিয় গানগুলো বাজানো হচ্ছে সৌমিত্রের ইচ্ছায়।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গত ৭ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হন কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হন। এর আগে থেকে তিনি ফুসফুসে সংক্রমনের কারণে বেশকয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনদিন আগে গত ১৪ অক্টোবর তিনি করোনামুক্ত হন। এরপর থেকে তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে থাকেন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। এ সময়ে চিকিৎসকরা এই অভিনেতাকে সুস্থ করে তুলতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তারা। চিকিৎসকরা জানিয়েছেন, সৌমিত্রকে দুইবার প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। এর ফলে তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমে উন্নতি ঘটছে। বিশেষ করে তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়ায় নতুন করে পরিস্থিতির কোন অবনতি ঘটেনি।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থতায় দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনের মানুষসহ সিনেমাপ্রেমী হাজারও মানুষ ছিলেন উদ্বিগ্ন। দুই বাংলার দুই প্রজন্মের দুই গুনী অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা ও জয়া আহসান সৌমিত্রের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে সবার দোয়া চেয়েছেন। সত্যজিত রায়ের পরিচালনায় ‘অশনি সংকেত’ ছবিতে ববিতা সৌমিত্রের বিপরীতে অভিনয় করেছিলেন। ববিতা সেই স্মৃতিচারণও করেছেন।