বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না….. খ্যাত সেই ছোট্ট প্রার্থনা ফারদিন দীঘি এখন বড় হয়েছে। চিত্রনায়িকা হয়ে পা দিয়েছে ঢালিউডে। শাপলা মিডিয়ার ব্যানারে পাঁচটি ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মধ্যে জানা গেলো আরও একটি সুখবর। চিত্রনায়ক বাপ্পির বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করবেন তিনি। ‘তুমি আছো তুমি নেই’ ছবিতে জুঁটির বাঁধবেন তারা।
ছবিটি পরিচালনা করবেন গুনী চিত্রনাট্যকার ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। পরিচালক জানান, আগামী মাসে এর শুটিং শুরু হবে বলে জানা যায়। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের শুরুতে।
শামীম আহমেদ রনীর পরিচালনায় একটি ছবিতে অভিনয় করছেন দীঘি। কিছুদিনের মধ্যে শুটিং শুরু হবে। এর মধ্যেই চুক্তিবদ্ধ হলেন ‘তুমি আছো তুমি নেই’ ছবিতে। এই ছবিতে বাপ্পীর সঙ্গে একটি ভালো কিছুর প্রত্যাশ্যায় দীঘি।
এছাড়া দীঘি শাপলা মিডিয়া প্রযোজিত ৫টি সিনেমায় অভিনয় করছেন। ছবিগুলো নির্মাণ করছেন কাজী হায়াৎ, মালেক আফসারী, এফ আই মানিক, শাহ আলম কিরণ ও অপূর্ব রানা।
এদিকে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী এখন আশরাফ শিশিরের ‘৫৭০’ ছবিতে কাজ করছেন। এ ছবিতে একজন সেনা সদস্য হিসেবে অভিনয় করছেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে এ ছবিটি নির্মিত হচ্ছে।