গ্রেফতারের প্রতিবাদ : কবি ও নির্মাতা টোকন ঠাকুরের জামিন
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান নিয়ে অর্থ আত্নাসাত মামলায় নির্মাতা ও কবি টোকন ঠাকুরের গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছিলো সংস্কৃতি ও চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা। রবিবার (২৫ অক্টোবর) তাঁকে গ্রেফতারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে সরব হয় সংষ্কৃতিজনরা। এর মধ্যে সোমবার (২৬ অক্টোবর) জামিন পেলেন এ কবি ও নির্মাতা।
এর আগে টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানান নিউমার্কেট থানার ওসি এম এম কাইয়ুম। কবি ও নির্মাতা টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। ৩৫ লাখ সরকারি অনুদানের মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলেন।
জানা যায়, টাকা তুলেও ওই চলচ্চিত্রের কোনও কাজ করেননি উল্লেখ করে তথ্য মন্ত্রনালয় সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে টোকন ঠাকুরের বিরুদ্ধে মামলা দায়ের করে। সে মামলায় গত ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। সেই ওয়ারেন্টের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলেন, টোকন ঠাকুর সিনেমা বানানোর জন্য অনুদানের ৩৫ লাখের মধ্যে মাত্র দশ লাখ টাকা উঠিয়েছিলেন। তিনি এর শুটিংও সম্পন্ন করেছিলেন। এর আগে অনেকেই সিনেমা কিছুই শ্যুট না করে বছরের পর বছর রেখেছে। তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। টোকন ঠাকুরের বেলায় এ ঘটনা কেন ঘটলো। এ নিয়ে সংষ্কৃতিজনরা টোকন ঠাকুরকে গ্রেফতারের প্রতিবাদ জানান তারা। অবিলম্বে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন তারা।
এদিকে জানা যায়, সোমবার দুপুর সোয়া ১টার দিকে টোকন ঠাকুরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুপুর ৩টার পর শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। আদালত জানায় শর্ত সাপেক্ষে টোকন ঠাকুরের জামিন দেওয়া হয়েছে। তাঁকে মঙ্গলবার নির্বাহী আদালতে হাজিরা দিতে হবে।