ইফতেখার শুভ প্রযোজিত ও পরিচালিত নতুন চলচ্চিত্র ‘মুখোশ’-এ নতুন ‘রঙ্গিলা সাধু’। কবি ও চলচ্চিত্র কর্মী আব্রাহাম তামিম ওরফে ‘রঙ্গিলা সাধু’ এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। এর মাধ্যমে বড় পর্দায় অভিনয়ে অভিষেক ঘটছে তার।
‘মুখোশ’ সিনেমাটি বাংলাদেশ সরকারের ২০১৯-২০ অর্থ বছরে তথ্য মন্ত্রণালয়ের অনুদান পেয়েছে। ইফতেখার শুভ’র লেখা ‘মুখোশ’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হবে। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে সিলেটে ‘মুখোশ’ সিনেমার শুটিং শুরু করা হবে বলে জানা গেছে।
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ২৬ অক্টোবর সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি এই সিনেমার মূখ্য চরিত্রে অভিনয় করছেন। ইব্রাহিম খালেদি চরিত্রকে ঘিরে সিনেমাটির মূল রহস্য। এছাড়া ছবিটিতে পরীমনি ও নায়ক রোশান অভিনয় করছেন। খলচরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের।
এ ছবির বিশেষ চরিত্রে অভিনয় করা নতুন রঙ্গিলা সাধু আব্রাহাম তামিম বলেন, তিনি ভিন্ন ভিন্ন চরিত্রের মাধ্যমে তিনি নিজের শিল্প স্বত্বা একটা চরম পর্যায়ে নিয়ে যেতে চান।