বাংলা চলচ্চিত্রের ‘প্লেব্যাক সম্রাট’ জনপ্রিয় সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরের জন্মদিন আজ। ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী।
জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে এ গুনী শিল্পীর প্রতি শ্রদ্ধা।
এন্ড্রু কিশোর দেশ-বিদেশের অনেক চলচ্চিত্রের গানে তিনি কণ্ঠ দিয়েছেন। এ জন্য তাঁকে বলা হয় চলচ্চিত্রের ‘প্লেব্যাক সম্রাট’।
অসংখ্য জনপ্রিয় গান গেয়ে দর্শকনন্দিত হয়েছেন এন্ড্রু কিশোর। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে ইত্যাদি।
বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
প্রয়াত এই শিল্পী ২০২০ সালের ৬ জুলাই জীবনের সব গল্প শেষ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন।