নিজস্ব প্রতিবেদক:
বাংলা চলচ্চিত্রের আকাশে এখন বইছে ‘ঊনপঞ্চাশ বাতাস’। সেই বাতাসে অর্ধেক নিশ্বাস নেয় নীরা। বাকি নিশ্বাস পরে নেওয়ার আশ্বাস দেয়। সেই বাকি নিশ্বাসও নিলেন যেন এখন। মা হলেন ‘ঊনপঞ্চাশ বাতাস’র চরিত্র নীরা। এ খবরে আনন্দিত ও গর্বিত ‘ঊনপঞ্চাশ বাতাস’র স্রষ্টা মাসুদ হাসান উজ্জ্বল।
‘ঊনপঞ্চাশ বাতাস’র নায়িকা শার্লিন ফারজানা একটি ছেলে সন্তানের মা হয়েছেন গত ১ নভেম্বর। বিষয়টি কিছুটা গোপনই রেখেছিলেন তিনি। এজন্য দুই সপ্তাহ ধরে হলে চলা সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’র কোন প্রচারণায়ও অংশ নিতে পারেননি। বৃহস্পতিবার ৫ নভেম্বর শার্লিন ফারজানা নিজেই খবরটি জানিয়েছেন। এ খবরে ছবিটির নির্মাতা, কলা-কুশলীরা খুশি। খুশি শার্লিন নিজেও। একদিকে তাঁর অভিনীত সিনেমা প্রশংসিত হচ্ছে চারদিকে। অন্যদিকে তিনি মাতৃত্বের স্বাদ গ্রহণ করলেন। দুটি স্বাদই অন্যরকম অনূভূতি। এই অনুভূতি সবার সঙ্গে শেয়ারও করলেন শার্লিন ফারজানা।
তিনি বলেন, মাতৃত্বের স্বাদ পাওয়ার মধ্য দিয়ে একজন নারীর জীবন সম্পূর্ণতা পায় । এর চেয়ে সুন্দর উপলক্ষ জীবনে আর কিছুই হতে পারে না। সেই সুন্দর মুহূর্তটা আমি পার করছি। তিনি তাঁর সন্তানের জন্য দোয়াও চাইলেন।
নীরা মা হয়েছে
‘ঊনপঞ্চাশ বাতাস’র নায়িকা চরিত্র নীরা মা হয়েছেন। এ খবরে আবেগঘন স্টাটাস দিয়েছেন ছবিটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি তাঁর ফেসবুক স্ট্যটাসে লিখেন, ‘আপনারা সবাই জানেন ঊনপঞ্চাশ বাতাস’র নীরা (শার্লিন ফারজানা) আমাকে গুরু বলে সম্বোধন করে । সুতরাং তার প্রতি স্নেহ এবং দায়িত্ববোধ দুই’ই বেশী আমার । ফলে তার সন্তান ভুমিষ্ট হবার আগপর্যন্ত তাকে নিয়ে আমি অসম্ভব উদ্বিগ্ন ছিলাম ! এর ভেতরে আমরা ঊনপঞ্চাশ বাতাস মুক্তি দিয়েছি । সংগত কারণেই শার্লিন কোন ধরণের প্রোমশনে অংশ নিতে পারেনি। নিজের প্রথম ছবির প্রথম প্রদর্শনীও সে দেখতে পারেনি । আমি অনুভব করতে পারি এই সময়টা ওর কতটা খারাপ লেগেছে ! আমরা তাকে প্রতিটা মুহুর্তে অনেক মিস করেছি !
উজ্জ্বল বলেন, কিন্তু সে অসম্ভব সংবেদনশীল একজন মানুষকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছে । শার্লিন স্ব-শরিরে সিনেমা মুক্তির দিন যা যা করতে পারতো , সেগুলো করার সর্বচ্চ চেষ্টা করেছেন এহসানুল হক ভাই।
তিনি বলেন, আপনারা আমাদের চিরাচরিত বাঙ্গালী মানসিকতা জানেন – “নায়িকার সন্তান হবার খবর প্রকাশিত হলে সিনেমার নাকি ক্ষতি হয়”। সিনেমার স্বার্থে শার্লিন এবং এহসান ভাইও মনে করেছিলেন , তাহলে আপাতত এই খবরটা প্রকাশ না ই করি ! এটা শুনে আমি বল্লাম -সন্তান হলো শ্রষ্টার সর্বচ্চ আশীর্বাদ , সেই খবরে সিনেমার যদি ক্ষতিই হয় , তাহলে সেই সিনেমার টিকে থাকারই দরকার নাই ! সুতরাং আমরা সবাই খুবই আনন্দিত এবং গর্বিত এটা বলতে পেরে -“আমাদের নীরা এখন মা “
শার্লিন ফারজানার বর এহসানুল হক। তিনি পেশায় একজন ব্যবসায়ী ও প্রযুক্তি বিশেষজ্ঞ। ২০১৯ সালের ২৩ নভেম্বর বিয়ে করেন শার্লিন-এহসান। তাঁদের সন্তানের না রাখা হলো ইয়াসিন এহসান।
২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী শার্লিন ফারজানা মডেল হিসেবে মিডিয়াতে কাজ শুরু করেন। অমিতাভ রেজা চৌধুরী ও গাজী শুভ্রর একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিত লাভ করেন। এরপর বেশকিছু নাটকে অভিনয় করেন তিনি। এছাড়া মিউজিক ভিডিও, টেলিফিল্ম ও ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।