ছোটবেলা থেকে সুপারহিরো চরিত্রদের পছন্দ ছিলো তার। স্বপ্ন দেখতেন কোনদিন সুপারহিরো হয়ে পর্দায় আসবেন। এবার পূরণ হচ্ছে সেই স্বপ্ন। ঢালিউড স্টার নুসরাত ফারিয়া এবার ‘সুপারওম্যান’ হিসেবে হাজির হচ্ছেন।
সিনেমায় নয়, একটি বিজ্ঞাপনচিত্রে ‘সুপারওম্যান’ হিসেবে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। ‘এসএমসি’র জীবাণুনাশক একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। ইতোমধ্যে এর শুটিং শেষ হলো।
উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া জানান, সুপারওম্যান চরিত্রগুলো তার কাছে স্বপ্নের চরিত্র। হলিউড ছবিগুলোতে এই চরিত্রগুলো তাকে অনেক টানে। এবার সেই সুপারওম্যান চরিত্রে কাজ করতে পেরে উচ্ছসিত তিনি। শীঘ্রই বিজ্ঞাপনচিত্রটি প্রচারিত হবে।
নুসরাত ফারিয়ার গাওয়া ও অভিনীত গান ‘আমি চাই থাকতে’ প্রকাশিত হয়েছে সম্প্রতি। দুই বাংলায় গানটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। এদিকে ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’ নামের দুটি ছবিতে কাজ করছেন তিনি।