জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও তাদের ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনায় আক্রান্ত। তবে শারিরীক তেমন জটিলতা না থাকায় বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে আজিজুল-জিনাত ও পুত্রের করোনা হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তারা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নমুনা পরীক্ষা জা দেন। মঙ্গলবার তাদের রিপোর্টে করোনা পজেটিভ আসে। তাদের শারীরিক কোনও জটিলতা না থাকায় চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
আজিজুল হাকিম ছোটবেলা থেকেই থিয়েটারে অভিনয় করেন। তিনি মঞ্চনাটক ও টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ। তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
১৯৭৭ সাল থেকে তিনি জনপ্রিয় থিয়েটার দল আরণ্যক নাট্যদলের হয়ে অভিনয় করছেন। টেলিভিশনের অসংখ্য জনপ্রিয়ং নাটকে অভিনয় করেছেন তিনি। তিনি টেলিভিশন নাটকে অভিনয় করে নিজেও জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন। তিনি সাংস্কৃতিক পরিচালক সমিতির পুরস্কার (২০০১, ২০০২, ২০০৩), বাংলাদেশ টেলিভিশন সাংবাদিক পুরস্কার (২০০২), বাংলাদেশ সাংস্কৃতিক সাংবাদিক ফোরাম পুরস্কারসহ (২০০৩) বেশকিছু সাংষ্কৃতিক পুরস্কার অর্জন করেছেন।
স্ত্রী নাট্যকার ও পরিচালক জিনাত হাকিম মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ানকে নিয়ে তাঁর সংসার।