নিজস্ব প্রতিবেদক:
‘রুপবান’ খ্যাত চিত্রনায়িকা সুজাতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি সিসিইউতে ভর্তি আছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করে ঢালিউডের একসময়ের জনপ্রিয় এই নায়িকার জন্য দোয়া চেয়েছেন।
চিত্রনায়িকা সুজাতা ষাটের দশক থেকে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে কাজ করেছেন। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রে মাত্র বারো বছর বয়সে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি।
তাঁর আসল নাম তন্দ্রা মজুমদার। পরিচালক সালাহউদ্দিন তন্দ্রা মজুমদারের নাম পাল্টে সিনেমার নাম রাখেন সুজাতা। তিনি আজও ‘রূপবান’ হয়ে দর্শক হৃদয়ে আসন গেড়ে আছেন। চলচ্চিত্র তার অভিষেক ঘটেছিলো ১৯৬৩ সালে সালাউদ্দিন পরিচালিত ‘ধারাপাত’ সিনেমার মাধ্যমে।
চিত্রনায়িকা হিসেবে সুজাতার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘রূপবান’, ‘অপরাজেয়’, ‘জরিনা সুন্দরী’, ‘ডাক বাবু’, ‘কাঞ্চনমালা’, ‘আগুন নিয়ে খেলা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’নহ অসংখ্য।
তিনি এক দশক সিনেমা থেকে দুরে ছিলেন। এরপর আবার ফিরে আসেন। ‘সূর্য উঠার আগে’, ‘অবুঝ মন’, ‘লালন ফকির’, ‘আলোর মিছিল’, ‘ছুটির ঘণ্টা’, ‘সুভা’, ‘অস্তিত্ব’সহ অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেন।
তিনি চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা অর্জন করেছেন। তিনি শিমুলির ৭১ ও সুজাতার আত্মজীবনী (২০২০) নামে দুটি বই লিখেছেন।
চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা ‘রুপবান’ খ্যাত চিত্রনায়িকা সুজাতার দ্রুত আরোগ্য কামনা করে সবার দোয়া চেয়েছেন। কালচারাল ইয়ার্ড পরিবারের তাঁর আরোগ্য কামনা করছে।