দেশের প্রথম ইংরেজি পূর্ণদৈর্ঘ্য সিনেমার ট্রেলার প্রকাশ
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
প্রথমবারের মতো নির্মিত হয়েছে দেশের প্রথম ইংরেজি ভাষার পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য গ্রেভ’। সরকারি অনুদান পাওয়া ইংরেজি এই সিনেমাটির তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলার প্রকাশিত হলো অন্তর্জালে। নির্মাতা গাজী রাকায়েত পরিচালিত ছবিটির বাংলা নাম ‘গোর’। ছবিটি ইংরেজী ও বাংলা দুই ভাষায় নির্মিত হয়েছে।
১৭ ডিসেম্বর সন্ধ্যায় সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। এরপর থেকে ছবিটির প্রতি আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের। কারণ প্রথমবারের মতো দেশের কোন ইংরেজি ভাষার চলচ্চিত্র এটি। তবে ইংরেজি ভাষায় ডাবিং না করে অভিনেতাদের মাধ্যমে ডায়লগ প্রক্ষেপণ করা নিয়ে সমালোচনাও হয়েছে। তবে কেউ কেউ এর সমর্থন করে বলেছেন ডাবিং করালে ছবিটির অভিনয়মান পড়ে যেত, তাই এটি ইংরেজি ভাষায় নির্মাণই যুক্তিযুক্ত। এতে দেশের ছবির আন্তর্জাতিক মান থাকবে বলে মনে করেন তারা।
ছবিটির মূখ্য চরিত্রে নির্মাতা গাজী রাকায়েত নিজেই অভিনয় করেছেন। ছবিটিতে আরেকটি প্রধান চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। ছবিটি সহ প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম। ছবিটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আশিউল ইসলাম, দিলারা জামান, সুষমা সরকার, এ কে আজাদ সেতুসহ অনেকে।
ইতোমধ্যে সিনেমাটি সেন্সর পেয়েছে। ছবিটি ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে।
জানা গেছে, দোহারের শাইনপুকুর গ্রামে ছবিটির শুটিং করা হয়েছে। যেখানে ছিলো ঘন জঙ্গল আর সাপের বসবাস। সেখানে জঙ্গল পরিষ্কার করে বাড়ি নির্মাণ করে করা হয় শুটিং।
১৯৯৭ সালে গাজী রাকায়েতের চিত্রনাট্য ও অভিনয়ে নির্মাতা সালাহউদ্দিন লাভলু ‘গোর’ নামে একটি ৫৫ মিনিটের নাটক নির্মাণ করেছিলেন। সেই নাটকের বিষয়বস্তুকে উপজীব্য করে নির্মাণ করা হয়েছে ছবি ‘গোর’। যেটি ইংরেজীতে ‘দ্য গ্রেভ’।