নিজস্ব প্রতিবেদক:
গুণী চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের বহুল আলোচিত সিনেমা ‘রূপসা নদীর বাঁকে’র প্রদর্শনী হবে এবার অনলাইনে। গত ১১ ডিসেম্বর ছবিটি স্টার সিনেপ্লেক্সসহ পাবলিক লাইব্রেরী ও শিল্পকলা একাডেমিতে মুক্তি পেয়েছে। আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর টানা তিনদিন সিনেমাটি জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে দর্শকরা উপভোগ করতে পারবেন। অনলাইনে দর্শনী মূল্য দুই শ টাকা।
জানা যায়, ০১৯২৭৫২৫৩৬৪-এই নম্বরের বিকাশ একাউন্টে টাকা পাঠিয়ে ই-মেইল আইডিটি জানাতে হবে। অর্থপ্রাপ্তির পর মেইলে পাঠানো হবে জুম লিংক। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত টিকিট বুকিং দেওয়া যাবে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা তানভীর মোকাম্মেল।
তিনি জানান, প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ১১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা ও রাত ১০টায় ছবিটি অনলাইনে প্রদর্শিত হবে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে দর্শকরা ঘরে বসে ভালো ছবি দেখার সুযোগ পাচ্ছেন, এই উদ্যোগ বাংলাদেশে এটাই প্রথম।
একজন ত্যাগী বামপন্থি নেতাকে ঘিরে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করে। স্বদেশী আন্দোলন, দেশভাগ, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের আলোচিত হত্যার ঘটনা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের পটভূমি উঠে এসেছে ছবিটিতে। এই পটভূমিতে একজন সমাজতন্ত্রে বিশ্বাসী বিপ্লবীর জীবনের প্রেক্ষিতে নির্মাণ করা হয়েছে ঘটনার প্রেক্ষাপট।
২০১৬-২০১৭ অর্থবছরে সরকারি অনুদান পায় ছবিটি। পাশাপাশি ছবিটি গণঅর্থায়নে নির্মিত হয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হয়।
তিন বয়সের বামপন্থি নেতার তিনটি চরিত্রে অভিনয় করেছেন তওসিফ সাদমান তূর্য, জাহিদ হাসান শোভন ও খায়রুল আলম সবুজ। এতে পুলিশ সুপারের চরিত্রে অভিনয় করেছেন একজন ব্রিটিশ অভিনেতা। তার নাম অ্যান্ড্রু জোনস।
এছাড়া সিনেমাটিতে রামেন্দু মজুমদার, আতাউর রহমান, চিত্রলেখা গুহ, নাজিবা বাশার, কেরামত মওলা, ঝুনা চৌধুরী, আফজাল কবির, মাসুম বাশারসহ আরও অনেকে অভিনয় করেছেন।
ছবির চিত্রগ্রহণ করেছেন সদ্যপ্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। খুলনা, দৌলতপুর স্টেশন ও কুমিল্লায় সিনেমাটির শুটিং করা হয়েছে।