কন্যাসন্তানের মা হলেন অপি করিম : অমিতাভের জয়গুনবিবিকে অভিনন্দন
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
মঞ্চ ও টেলিভিশনের প্রিয়মুখ লাস্যময়ী অভিনেত্রী স্থপতি অপি করিম মা হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে তার কন্যাসন্তান হয়েছে। তিনি জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝরের সন্তানের মা হলেন। নির্ঝর-অপি দম্পতি মিডিয়ার লোকচক্ষুর আড়ালে বিয়ে করেন। পরে অবশ্য বিষয়টি জানাজানি হয়।
অপি করিমের সন্তান হওয়ার খবরটি সংবাদমাধ্যমকে প্রথম জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এছাড়া তিনি এ খবরে উচ্ছাস প্রকাশ করে ফেসবুকে স্ট্যটাসও দিয়েছেন। তিনি লিখেছেন, আমি অত্যন্ত খুশি। আমার জয়গুন বিবি মা হয়েছেন। তাকে ও তার মেয়েকে অভিনন্দন। জানা যায়, সোমবার সকাল ৯টা ৫১ মিনিটে পৃথিবীর আলো দেখেন অপি করিমের মেয়ে।
কয়েক বছর প্রেম করে মিডিয়ার মানুষদের থেকে নিজেদের আড়ালে রেখে ২০১৬ সালে বিয়ে করে ফেলেন এনামুল করিম নির্ঝর ও অপি করিম। তবে পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয় তাঁদের। মিডিয়ার বাইরে স্বামী ও স্ত্রী দুজনই স্থপতি। দুজনের বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
এনামুল করিম নির্ঝর দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা। তিনি ২০০৭ সালে তাঁর প্রথম সিনেমা নির্মাণ করে চারটি বিভাগে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাঁর প্রথম ছবি ‘আহা’। চলচ্চিত্রের পাশাপাশি আলোকচিত্রী, গীতিকার, সুরকার ও লেখক হিসেবেও সুনাম আছে তাঁর। তিনি বেশকিছু প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করে দেশে বিদেশে সুনাম কড়িয়েছেন।
এছাড়া তাঁর কথা ও সুরে ১০১টি গানের সংকলন নিয়ে প্রথম অ্যালবাম বের হয় ‘এক নির্ঝরের গান: ০০১’।
এদিকে নাটকের লাস্যময়ী মুখ অপি করিম। জনপ্রিয় নাটক ও সিনেমা করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। তিনি ২০০৪ সালে মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।