নিজস্ব প্রতিবেদক:
বহুদিন পর সিনেমার পর্দায় আসছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। তার স্বামী ওমর সানির সঙ্গে তিনি আসছেন ‘বাংলার ভাবী’ হয়ে। নাম ভূমিকায় তিনি এই সিনেমায় অভিনয় করছেন। মৌসুমীকে ঘিরেই নির্মাণ হচ্ছে এ ছবি।
সিনেমাটিতে মৌসুমীর সঙ্গে অভিনয় করা চিত্রনায়ক ওমর সানি এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি এ ছবির বিষয়ে কথা বলেন। সানী জানান, দীর্ঘদিন পর মৌসুমীর সঙ্গে একসঙ্গে কাজ করছেন, যা ভালো লাগার। এ ছবির মাধ্যমে আবার একটি নতুন জুটি পাবেন দর্শক এমনটাই প্রত্যাশার ওমর সানী।
শোবিজের নানা সূত্র থেকে জানা গেছে, ইতিমধ্যে সিনেমাটির শুটিংয়েও অংশ নিয়েছে ওমর সানী-মৌসুমী। নৃত্য পরিচালক সাইফুল ইসলাম ছবিটি নির্মাণ করছেন। গাজীপুরের হোতা পাড়ায় ছবিটির শুটিং চলছে। দু’দিনের মধ্যে শেষ হবে চলচ্চিত্রটির প্রথম লটের কাজ।
এদিকে জানা গেছে, ছবিটি ধারাবাহিকভাবে শুট করা হচ্ছে। এ বছরেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান সংশ্লিষ্টরা।
কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু হয় মডেল মৌসুমী। তিনি অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়ে হয়ে উঠেছেন আজকের প্রিয়দর্শিনী।
তাঁর অভিনীত ব্যবসাসফল সিনেমার মধ্যে রয়েছে, প্রথম প্রেম, দেনমহর, অন্তরে অন্তরে, বিদ্রোহী বধূ, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, ভাংচুর, সাজন, শেষ খেলা, আত্মত্যাগ, বিশ্ব প্রেমিক, গরিবের রাণী, প্রিয় তুমি, লুটতরাজ, আম্মাজান, লাট সাহেবের মেয়ে, মোল্লা বাড়ির বউ, গোলাপী এখন বিলাতেসহ অসংখ্য চলচ্চিত্র।
তিনি নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত ‘তাঁরকাটা’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া পেয়েছেন একাধিক বাচসাস পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার।