শেষ হলো ঢাকা উৎসব: শ্রেষ্ঠ বাংলাদেশী ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও ‘গণ্ডি’
প্রকাশের সময় :
জমকালো আয়োজনে শেষ হলো দেশের সর্ববৃহৎ চলচ্চিত্র আসর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবের বাংলাদেশ প্যানোরোমা বিভাগের ফিপোরেস্কি জুরির সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে গত বছরের আলোচিত সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’ । সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। বাংলাদেশ প্যানোরোমা বিভাগের দর্শক সেরা ছবি হিসেবে পুরস্কার পেয়েছে ফাখরুল আরেফিন খান নির্মিত ছবি ‘গণ্ডি’।
রবিবার (২৪ জানুয়ারি) রাজধানীর জাতীয় জাদুঘরের মুল হলে উৎসবের সমাপণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী কে এম খালিদ, উৎসবের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, অনুষ্ঠানের সভাপতি ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জনাব ম. হামিদসহ দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের মানুষজন।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে গত ১৬ জানুয়ারি ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠে। রেইনবো চলচ্চিত্র সংসদ প্রতিবারের মতো এবারেও এ উৎসবের আয়োজন করে। এবার করোনা মহামারীকালে বিদেশী কোন অতিথি উৎসবে উপস্থিত হতে পারেনি।
এবারে যারা পুরস্কার পেলেন
শেষ হলো ঢাকা উৎসব: শ্রেষ্ঠ বাংলাদেশী ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও ‘গণ্ডি’
এশিয়ান প্রতিযোগিতা বিভাগ: এ বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে ‘দ্য রোড টু ইডেন’। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন কসেনিয়া লাগুটিনা (ফারিদা)। শ্রেষ্ঠ স্ক্রিপ্ট রাইটার নাসিম আহমদপুর ও শারাম মোকরি (ক্যায়ারলেস ক্রাইম)। শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার ওটগনজুরিগ ব্যাচুলুউন (দ্য ওম্যান), শ্রেষ্ঠ অভিনেতা নিজাত ইসলার (৯৭৫) ও শ্রেষ্ঠ অভিনেত্রী মেরুইরট সুব্বুসিনোভা।
শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র বাদল রহমান পুরস্কার পেয়েছে আইনুর আশকারভ নির্মিত রাশিয়ান সিনেমা ‘তাগানক টিম’।
নারী চলচ্চিত্র নির্মাতা বিভাগ: সেরা নারী নির্মাতা হয়েছেন মারগারিদা পাইভা (দ্য লিটল ব্ল্যাক ড্রেস)। স্বল্পদৈর্ঘ্যে ইরানি সিনেমা ‘তিরিশকো’র নির্মাতা শাকিবা খালেঘি ও স্পেশাল ম্যানশন পুরস্কারে ‘ওয়ে হোম’ এর জন্য সুইডেনের জেসিকা লরেন। শ্রেষ্ঠ তথ্যচিত্র ইভডোকিয়া মোসকভিনা পরিচালিত ‘ফরবিডেন চিলড্রেন’ (রাশিয়া, সিরিয়া)।
স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগ: শ্রেষ্ঠ চলচ্চিত্র সাইপ্রাসের মারিনোস কারতিক্কিস পরিচালিত ‘সিনিয়র সিটিজেন’। শ্রেষ্ঠ ডকুমেন্টারি মেহরদাদ ওস্কৌই পরিচালিত ‘সানলেস শ্যাডো’।