শেষ হলো তৌকির আহমেদ নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা স্ফুলিঙ্গ’র শুটিং। এই সিনেমায় অভিনয় করেছেন হালের ঢালিউড ক্রেজ পরীমনি। নিজের ফেসবুক পেজে সিনেমাটির ফার্স্ট লুক শেয়ার করে পরীমনি জানিয়েছেন মার্চে আসছে স্ফুলিঙ্গ।
এদিকে বছরের শুরুতেই পরী অভিনীত বিশ্বসুন্দরী সিনেমা মুক্তি পেয়েছে। হিট এই সিনেমা নিয়ে হিট পরীও। এর মধ্যে শেষ স্ফুলিঙ্গ’র শুটিং নিয়েও সরব ছিলেন এই নায়িকা। এবার প্রকাশ পেলো ছবিটির ফার্স্ট লুক। ফার্স্ট লুকেও দেখা মিলল পরীর এক ঝলক।
‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রের ৫০ সেকেন্ড দৈর্ঘ্যের ফার্স্ট লুকে দেখা যায় একটি কনসার্টের দর্শক সারিতে দাঁড়িয়ে পরী গানের তালে হাত তালি দিয়ে নিজেও দুলছেন। পরী নিজেও এই ছবির ফার্স্টলুক তার ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, স্ফুলিঙ্গ পার্থ, দিবা ও আইরিনের। স্ফুলিঙ্গ গানের, প্রতিবাদের। স্ফুলিঙ্গ মুক্তিযুদ্ধের। আমাদের সকলের মনের ভেতরেই আছে এই স্ফুলিঙ্গ। মার্চে আসছে স্ফুলিঙ্গ…।’
এ বছরের শুরুতে মুক্তি পাওয়া পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ব্যাপক হিট হয়েছে। গেলো বছর থেকে বিশ্বসুন্দরী ও স্ফুলিঙ্গ নিয়ে বেশ আলোচনায় ছিলেন বর্তমান ঢালিউডের এই কিউট কুইন।