প্রয়াত চিত্রনায়ক মান্না স্মরণে গান গাইবেন হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। মান্নার জন্মবার্ষিকী উপলক্ষে তাকে ট্রিবিউট করে তৈরি হচ্ছে গানটি।
‘স্বপ্ন ছিল তাঁর হবো পর্দা নায়ক, দেখবে আমাকে কোটি কোটি দর্শক….. এমন কথামালায় মান্নাকে নিয়ে এই গানটি সাজিয়েছেন কবির বকুল। পুলক অধিকারীর সুরে এর সঙ্গীতায়োজন করছেন মেহেদী। পরিচালক সোহানুর রহমান সোহান সার্বিক সমন্বয়ের কাজটি করছেন।
গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, চিত্রনায়ক মান্না নামের সঙ্গে অন্য রকম একটা ব্যাপার কাজ করে। ইন্ডাস্ট্রিতে আমি তাকে পাইনি। তবে তাঁর অভিনীত অনেক সিনেমা দেখেছি। মৃত্যুর এতো বছর পরও মানুষের কাছে তিনি জনপ্রিয়। তাই তাকে ট্রিবিউট করে গান গাওয়ার জন্য যখন প্রস্তাব এলো, আমি এক মুহুর্তও দেরি করিনি।
তিনি বলেন, মান্না ভাইয়ের জন্য গাওয়ার সৌভাগ্য আমার হয়নি। এ আফসোসটা আমার ছিলো। সেই আফসোস অনেকটাই পূরণ হতে যাচ্ছে। এই গানের মাধ্যমে মান্নাভক্তদের প্রত্যাশাও পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।