তাহসান-সুনেরাহ’র ভালোবাসা দিবসের নাটক ‘শূন্য থেকে শুরু’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সাথে জুটি বাঁধলেন সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। নাটকের নাম ‘শূন্য থেকে শুরু’। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৪ ফ্রেব্রুয়ারি রাত ৮টায় ১৮টি টিভি চ্যানেলে একযোগে প্রচারিত হবে নাটকটি।
প্রতিবারের মতো এবারও ভালোবাসা দিবসে ক্লোজআপের সৌজন্যে ক্লোজআপ ‘কাছে আসার গল্প’ শিরোনামে তিনটি নাটক নির্মিত হচ্ছে। যার একটি ‘শূন্য থেকে শুরু’।
এটি পরিচালনা করছেন শংখ দাশ গুপ্ত। সিলেটের শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হয়। পরে ঢাকায় এর শুটিং শেষ হয়েছে।
নাটকটি প্রসঙ্গে পরিচালক শংখ দাশ গুপ্ত জানান, ক্লোজআপ ‘কাছে আসার গল্প’ সবসময়ই দর্শকদের গল্পেই নির্মাণ হয়, সে কারণে নাটকগুলো একটু স্পেশাল। তবে গল্প সম্পর্কে এখনই কিছু বলতে চান না নির্মাতা।
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল জানান, সাধারণত তিনি নাটকে কাজ করেন না। তবে ক্লোজআপ ‘কাছে আসার গল্প’টা তার কাছে বিশেষ মনে হয়। এর আগেও তিনি এই ব্যানারে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন। এই ব্যানারে এটা তার দ্বিতীয় কাজ।
‘শূন্য থেকে শুরু’ প্রসঙ্গে তিনি বলেন, ‘শূন্য থেকে শুরু’ চমৎকার একটি গল্পে নির্মিত। আমার সঙ্গে রয়েছেন তাহসান ভাইয়া। উনার সঙ্গে কাজের অভিজ্ঞতাও চমৎকার।
১৮টি টিভি চ্যানেল ছাড়াও নাটকটি ডিজিটাল লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দর্শকরা দেখতে পারবেন।