কলকাতার জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘সারেগামাপা’ কাঁপানো বাংলাদেশী কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল এবার নাটকের গানে কণ্ঠ দিলেন। নাটকের নাম ‘পারবোনা ভুলতে তোকে’। নাটকটি রচনার পাশাপাশি পরিচালনা করছেন জাকারিয়া সৌখিন।
নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, ইতোমধ্যেই শেষ হয়েছে গানের রেকর্ডিং। এখন শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে।
নোবেলের গানটির শিরোনাম ‘অসহায়’। লিখেছেন আহমেদ রিজভী। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ হুমায়ূন।
গানটি প্রসঙ্গে শিল্পীনোবেলবলেন, গানের কথা ও সুর আমার খুব পছন্দ হয়েছে। আমি চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটুকু দিয়ে গানটি গাইবার। গানটি শ্রোতারা খুব পছন্দ করবে বলে আশা করেন তিনি।
গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি নাটকের একটি দৃশ্যে নোবেলকে দেখা যাবে। তবে তার এই অংশগ্রহণ থাকবে শিল্পী হিসেবেই।