গেলো বছর বলিউড অভিনেতা রাজ কাপুরের ছেলে অভিনেতা ঋষি কাপুর মারা যান। এ বছর মারা গেলেন তার আরেক ছেলে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা রাজীব কাপুর। কাপুর পরিবারে আবারও বইলো শোকের ছায়া। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন রাজীব কাপুর।
ভারতের সংবাদমাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রাজীব কাপুরের ভাই রণধীর কাপুর টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজীব মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করে শেষ পর্যন্ত ব্যর্থ হন।
এদিকে ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর ইনস্টাগ্রামে তাঁর দেবর রাজীব কাপুরের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
বলিউডের ইতিহাসের জনপ্রিয় চলচ্চিত্র ‘রাম তেরি গঙ্গা মৈলি’-তে অভিনয় করে কালজয়ী হয়ে আছেন রাজীব কাপুর। ১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে অভিষেক হয় রাজীব কাপুরের। রাজীব কাপুর বলিউডের সিনেমা আসমান, লাভার বয়, হাম তো চলে পরদেশসহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।
এছাড়া ‘প্রেমগ্রন্থ’ নামের একটি সিনেমা পরিচালনা করেন রাজীব। তিনি ঋষি কাপুর পরিচালিত ‘আ আব লট চলে’ চলচ্চিত্র প্রযোজনা ও সম্পাদনা করেন।