মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ প্রবাসী ভক্তের ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশের সময় :
শান্তা আক্তার :
বাংলাদেশী চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার, যিনি নায়ক মান্না নামেই পরিচিত। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৩ বছর বয়সে চিরবিদায় নেন।
১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি) আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে শোবিজ অঙ্গনে পর্দাপন করেন। মাত্র ২৪ বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে। জায়গা করে নিয়েছেন সিনেমাপ্রেমী মানুষের মনে।
প্রতিবছর মান্নার মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে ভক্তরা নানা আয়োজন করে থাকেন। এবার মান্নার মৃত্যুবার্ষিকী তাঁর ২ প্রবাসী ভক্ত এক ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নিয়েছেন।
১৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মাঝিয়ারা হামিদিয়া অলেকিয়া হাফিজিয়া মাদরাসায় এতিম ছাত্রদের মাঝে পবিত্র কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করছেন তারা।
ওই দুই মান্না ভক্তরা হলেন- দুবাই প্রবাসী মো. সোহেল রানা ও মালদ্বীপ প্রবাসী মো. ওমর ফারুক। প্রিয় নায়কের প্রতি ভালোবাসা থেকেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন।
কালচারাল ইয়ার্ডকে তারা জানান, ওপারে যেন তাদের পছন্দের মানুষটি শান্তিতে থাকেন, সেজন্যই তাদের এই প্রয়াস।
উল্লেখ্য, অনেক বছর ধরেই মান্নার স্মরণে এরকম বিভিন্ন উদ্যোগ নেন তারা।