ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে এখন মুম্বাইতে অবস্থান করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক এ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন তিনি। তিনি বাংলাদেশ ও কলকাতার অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।
জানা গেছে, ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং শেষ করে তিনি কলকাতার ফ্লাইট ধরবেন। সেখানে ‘ভয়’ ও ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি।
আর তাই মুম্বাই টু কলকাতা জার্নি করতে হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এমন খবর জানিয়েছেন নুসরাত ফারিয়া। তিনি জানান, মার্চের শেষ অবধি শুটিং করবেন ‘বঙ্গবন্ধু’ সিনেমার। এরপর মুম্বাই থেকে জার্নি শুরু হবে কলকাতায়। এপ্রিলের শুরুতে শুরু করবেন ‘ভয়’ সিনেমার শুটিং। এপ্রিলের মধ্যভাগে শুরু করবেন ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং।
ভারতের বিশিষ্ট পরিচালক শ্যাম বেনেগাল নির্মাণ করছেন ‘বঙ্গবন্ধু’ সিনেমা। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিতম হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’।
২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ফারিয়া। তিনি ‘হিরো ৪২০’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’ ‘বাদশা দ্য ডন’, ‘শাহেনশাহ’ , ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।