করোনা মহামারির রেশ কাটিয়ে বিশ্ব বিনোদনের বড় পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মার্চ) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের বিখ্যাত বেভারলি হিল্টন হোটেলের লাউঞ্জে কিছুটা অনাড়ম্বর আয়োজনেই বসেছিলো এবারের আসর। তবে দেশ বিদেশ থেকে অনলাইনে অংশ নিয়েছেন শোবিজের তারকাসহ গুনীজনরা।
এবার সেরা সিনেমাসহ বেশকিছু পুরস্কার জিতেছে ‘নোমাডল্যান্ড’। ড্রামা সিরিজ বিভাগে সেরা টিভি সিরিজ, সেরা টিভি সিরিজ অভিনেতা ও সেরা টিভি সিরিজ অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছে ‘দ্য ক্রাউন’।
সেরা পরিচালক হয়েছেন নোম্যাডল্যান্ড এর জন্য ক্লোয়ি ঝাও। সেরা চিত্রনাট্য নির্বাচিত হয়েছে ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭’। দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিরি হলিডে’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছে অ্যান্ড্রা ডে। ‘মা রেইনিস ব্ল্যাক বটম’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন চ্যাডউইক বোজম্যান।
মিউজিক্যাল অথবা কমেডি বিভাগে সেরা অভিনেতা হয়েছেন সাচা ব্যারোন কোহেন। একই বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রোসামুন্ড পাইক।
এছাড়া দ্য মৌরিতানিয়ান অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেত্রী জোডি ফস্টার, জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ এর জন্য সেরা সহ-অভিনেতা ড্যানিয়েল কালুয়া নির্বাচিত হয়েছেন।
সেরা অ্যানিমেশন সিনেমা পুরেস্কার পেয়েছে ‘সোল’, সেরা বিদেশি ভাষার সিনেমা হিসেবে পুরস্কার জিতে নিয়েছে ‘মিনারি’। সেরা গান দ্য লাইফ অ্যাহেড সিনেমার ‘সিন’।