একইদিনে দুটি ছবি মুক্তি পাচ্ছে জনপ্রিয় শিশুশিল্পী থেকে উঠে আসা নায়িকা দীঘির। ঢালিউডে এমন খবর এটাই প্রথম। দীঘিই এমন নায়িকা দুটি ছবিতে একসঙ্গে অভিষেক হচ্ছে তার। আগামী ১২ মার্চ মুক্তি পাচ্ছে দীঘি অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ ।
শাপলা মিডিয়া প্রযোজিত সেলিম খান পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দিয়ে দীঘির ঢালিউড যাত্রা শুরু। বর্তমান সময়ের আলোচিত তরুণ নায়ক সেলিম খানের পুত্র শান্ত খানের বিপরীতে এ ছবিতে দীঘিকে দেখা যাবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর তারুণ্যের কিছু কাহিনীকে ঘিরে এ সিনেমার গল্প আবর্তিত হয়েছে।
এদিকে বর্ষিয়াণ চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় নির্মিত ছবি ‘তুমি আছো তুমি নেই’ রোমান্টিক চলচ্চিত্রে অভিনয় করেছেন দীঘি। এ ছবিতে দীঘির বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন আসিফ ইমরোজ।
একইদিনে দুই ছবি দিয়ে অভিষেক হওয়ায় উচ্ছসিত দীঘি জানান, ১২ মার্চ নায়িকা হিসেবে নিজের প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে এ জন্য খুবই আনন্দিত দীঘি। একই দিনে অন্য আরেকটি ছবি মুক্তি পাচ্ছে তাঁর। একই দিনে দুই ছবি দিয়ে অভিষেক হওয়ায় নিজেকে মনে করেন দীঘি।
বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না- বিজ্ঞাপণের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন শিশুশিল্পী দীঘি। এরপর‘চাচ্চু’সহ বহু জনপ্রিয় সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শক হৃদয় জয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঝুলিতে পুরেন তিনি।
চিত্রনায়িকা দীঘি শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ ফজিলাতুন্নেসার ভূমিকায় অভিনয় করছেন। সম্প্রতি তিনি মুম্বাইয়ে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং থেকে ফিরলেন।
এরপরই তিনি শুরু করলেন ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্ম-এর শুটিং। এ ছবিতে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান।