এ সময়ের হার্টথ্রব দুই চিত্রাভিনেত্রী জয়া আহসান ও পরীমনি। দুই বাংলায় সমান জনপ্রিয় জয়া আহসানের ছবি কয়েক বছর ধরে এপার বাংলা ওপার বাংলায় মুক্তি পাচ্ছে। পশ্চিমবঙ্গে মাতিয়ে আবারও বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত নতুন ছবি ‘অলাতচক্র’। এ ছবির সঙ্গে একই দিনে মুক্তি পাচ্ছে ‘স্বপ্নজাল’ খ্যাত নায়িকা পরীমনির মুক্তিযুদ্ধের চেতনানির্ভর সিনেমা ‘স্ফুলিঙ্গ’। আগামী ১৯ মার্চ ছবি দুটির মুক্তি।
‘অলাতচক্র’ বাংলাদেশের প্রথম থ্রিডি চলচ্চিত্র। সাহিত্যিক আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস অবলম্বনে হাবিবুর রহমান ছবিটি নির্মাণ করেছেন। ইতোমধ্যে ছবিটির অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। মুক্তি পেয়েছে ছবিটির অফিসিয়াল ট্রেইলর।
ট্রেইলরটি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া আহসান লিখেছেন, ‘শুভমুক্তি ১৯ মার্চ,২০২১ অলাতচক্র (3D)। মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির এই মহেন্দ্রক্ষণে মুক্তি পেতে যাচ্ছে -মুক্তি যুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে; বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র #অলাতচক্র (3D)। আজ রইলো ছবিটির অফিসিয়াল পোস্টার।’
জয়া আহসানের বিপরীতে ছবিটিতে অভিনয় করেছেন আহমেদ রুবেল। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গুনী অভিনেতা মামুনুর রশীদ ও আজাদ আবুল কালাম। এছাড়া ছবিটিতে শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবুসহ আরও অনেকে অভিনয় করেছেন।
২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ছবিটি। গেলো বছরের ১৫ ডিসেম্বর সেন্সর ছাড়পত্র পায় এটি।
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনানির্ভর চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’। গানে গানে চেতনার ফুলকি ঝরাচ্ছে একটি তরুণ ব্যান্ড দল। বলছে মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতার কথা আর শোনাচ্ছে বঙ্গবন্ধুর অমর সেই বানী এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এমন থিমে পরীমনিকে গ্লামারহীন একটি টগবগে চেতনাসমৃদ্ধ তরুণীর ভূমিকায় দেখা যাবে।
তৌকির আহমেদ নির্মিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটির ইতোমধ্যে ২ মিনিটের ২০ সেকেণ্ডের একটি অফিসিয়াল ট্রেইলর মুক্তি পেয়েছে। প্রকাশ পেয়েছে ছবিটির ফার্স্টলুক ও পোস্টার। একটি গানও প্রকাশ পেয়েছে অনলাইনে।