‘জয় বাংলা কনসার্ট’ হচ্ছেনা এবার : সংরক্ষিত গানের ভার্চুয়ালি প্রদর্শণ
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
এদিনটির এ আয়োজনের জন্য মুখিয়ে থাকে এ প্রজন্মের বঙ্গবন্ধুর চেতনার ধারক তরুণরা। এ প্রজন্মকে ইতিহাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রতি বছর ৭ মার্চ ‘জয় বাংলা কনসার্ট’ আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই। করোনার থাবায় স্থবির জনজীবন ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে এবার হচ্ছেনা এ কনসার্ট।
বঙ্গবন্ধুর দৌহিত্র সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ২০২২ সালে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে বলে জানিয়েছেন। রাদওয়ান মুজিব বলেন, এ বছর কনসার্টটি করোনা মহামারির কারণে করা হচ্ছে না। তবে যেহেতু তরুণ সম্প্রদায় জয় বাংলা কনসার্টের অভাব অনুভব করছে তাই আগামী ২০২২ সালে এই আয়োজন আরও ঘটা করে অনুষ্ঠিত হবে।
তবে এ বছর অতীতে অনুষ্ঠিত কনসার্টের মূল অংশগুলো সন্নিবেশ করে তা ভার্চুয়ালি প্রদর্শনের কথা জানিয়েছেন রাদওয়ান মুজিব সিদ্দিক। সিআরআই ও ইয়ং বাংলার ফেসবুক পেইজে এ আয়োজন প্রদর্শিত হবে। কিছু গণমাধ্যমও তাদের পেইজ থেকে এই অনুষ্ঠানটি অনলাইন সম্প্রচার করবে বলে জানা গেছে।
ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালির স্বাধীনতা ও মুক্তির ইতিহাসে অবিস্মরণীয় একটি দিন। এদিনে বাঙালি জাতিকে মুক্তির চূড়ান্ত দিশা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
তরুণ প্রজন্মের কাছে এদিনটির তাৎপর্য তুলে ধরতে তাদেরকে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর চেতনায় উদ্ধুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ‘জয় বাংলা কনসার্ট’ আয়োজন করে আসছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের প্রতিষ্ঠান ইয়ং বাংলা। এ কনসার্টে দেশাত্মবোধক গানসহ জাতির পিতার ঐতিহাসিক ভাষণের স্মরণে বিভিন্ন গান পরিবেশন করা হয়। দেশীয় ব্যান্ড দলগুলোর সেরা পারফর্মেন্স প্রদর্শন হয় সেখানে। তরুণ প্রজন্ম এ সব গানের তালে উদ্ধুদ্ধ হয় বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার প্রত্যয়ে।
২০১৬ সালে ‘জয় বাংলা কনসার্ট’-এ প্রথমবারের মতো জাতির পিতার ভাষণের রঙিন সংস্করণ প্রদর্শিত হয়। ২০২০ সালে হলোগ্রাফ ভিজ্যুয়ালের মাধ্যমে ৭ই মার্চের ভাষণ আরও জীবন্ত হয়ে ধরা দেয় তরুণ প্রজন্মের কাছে।