কালচারাল ইয়ার্ড ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের অভিনেতা শাহীন আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি……. )। রাত দশটায় রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন শাহীন আলম। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহীন আলমের ছেলে ফাহিম জানিয়েছিলেন, শনিবার রাত থেকে লাইফ সাপোর্টে ছিলেন তার বাবা। গত মাসের শেষের দিকে শরীরে জ্বর ও হালকা ব্যথা নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিডনিতে জটিল সমস্যা থাকায় আগে থেকে নিয়মিত ডায়ালাইসিস করানো হতো তাকে।
শাহীন আলম মঞ্চ থেকে অভিনয় জীবন শুরু করেন। ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মধ্য দিয়ে সিনেমায় প্রবেশ করেন।
তিনি ‘মায়ের কান্না’, ‘ঘাটের মাঝি’, ‘এক পলকে’, ‘প্রেম প্রতিশোধ’, ‘টাইগার’, ‘প্রেম দিওয়ানা’, ‘চাঁদাবাজ’, ‘বাঘা-বাঘিনী’, ‘স্বপ্নের নায়ক’, ‘রাগ-অনুরাগ’, ‘পাগলা বাবুল’, ‘তেজী’, ‘দাগি সন্তান’,‘গরিবের সংসার’, ‘দেশদ্রোহী’, ‘আমার মা’, ‘ঢাকাইয়া মাস্তান’, ‘বাঘের বাচ্চা’,‘তেজী পুরুষ’সহ বহু ছবিতে অভিনয় করেছেন।