ঢালিউডের মিষ্টি মেয়েখ্যাত নায়িকা কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনাক্রান্ত হয়েছেন দুই সপ্তাহ হলো। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি। তবে এর মধ্যে খবর এলো বৃহস্পতিবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
কবরীর ছেলে শাকের চিশতী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, তার মা কবরীর অবস্থা ভালো না। অক্সিজেন ওঠানামা করছে তাঁর। তিনি দেশবাসী ও ভক্তদের কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন। কবরী নিজের জন্যও সবাইকে দোয়া করতে বলেছেন বলেও জানিয়েছেন ছেলে শাকের।
গত ৫ এপ্রিল করোনা পজিটিভ হয়েছেন কবরী। এরপর তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। ৭ এপ্রিল থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। ৮ এপ্রিল দুপুর থেকে আইসিইউতে নেওয়া হয় তাঁকে।
‘এই তুমি সেই তুমি’ নামে একটি সরকারি অনুদানের সিনেমা নির্মাণ করছিলেন কবরী। সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং। ছবিটির ডাবিং ও সম্পাদনার কাজ চলছিলো। পরিচালনার পাশাপাশি ছবিটিতে করবী অভিনয়ও করছেন।
সারাহ বেগম কবরী ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। পিতা-মাতার দেওয়া নাম মিনা পাল। চলচ্চিত্রে এসে তিনি হোন কবরী সারোয়ার। ঢালিউডের মিষ্টি মেয়ে খ্যাত চিত্রনায়িকা কবরী অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করে নিজেও কালজয়ী হয়ে আছেন।
কবরী উপমহাদেশের বিখ্যাত পরিচালক ঋত্বিক কুমার ঘটকের সিনেমা তিতাস একটি নদীর নাম, জহির রায়হানের উর্দু ছবি বাহানাতে অভিনয় করেছেন। এছাড়া ঢালিউডের অসংখ্য ব্যবসাসফল সিনেমা যেমন- সুতরাং, জলছবি, সারেং বউ, হীরামন, ময়নামতি, চোরাবালি, বাঁশরী, দ্বীপ নেমে নাইসহ অসংখ্য।