করোনাক্রান্ত হয়ে মারা গেলেন চলচ্চিত্র সাংবাদিক শফিউজ্জামান খান লোদী
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
দেশের খ্যাতমান চলচ্চিত্র সাংবাদিক, উপস্থাপক ও চলচ্চিত্র সংসদকর্মী শফিউজ্জামান খান লোদী করোনাক্রান্ত হয়ে মারা গেলেন। রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উত্তরার একটি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান তিনি। (ইন্নালিল্লাহি)।
সকালে পরিবারের বরাত দিয়ে লোদীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা এস এ হক অলীক। সামাজিক যোগাযোগ মাধ্যমে লোদীর মৃত্যুতে নিজের শোকগাঁথাও প্রকাশ করেছেন তিনি। অলীক তাঁর ফেসবুকে লেখেন, ‘কীভাবে কি লিখবো! মহসিন স্যারের জানাজা শেষ করতে পারি নাই। এখন খান লোদী ভাই ও চলে গেলেন। শরীরে শক্তি পাচ্ছি না। আল্লাহ্ তুমি আমাদের মাফ করেই দাও।’
করোনা পজিটিভ আসার পর প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় শফিউজ্জামান খান লোদীকে। এরপর অবস্থার অবনতি হলে তাকে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে তিনি গত চারদিন ধরে আইসিইউতে ছিলেন। বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর মসজিদে জানাজা শেষে শফিউজ্জামান খান লোদীকে সমাহিত করা হয়।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির অন্যতম সদস্য, চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মী ও দেশের প্রথম সারির চলচ্চিত্র সাংবাদিক ছিলেন তিনি। তিনি বেতার ও টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক ছিলেন। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’ উপস্থাপক হিসেবে ব্যপক জনপ্রিয় ছিলেন তিনি।
চলচ্চিত্র সংসদ কর্মী শফিউজ্জামান খান লোদীর মৃত্যুতে প্রতিক্রিয়া ব্যাক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। তিনি লিখেছেন, মৃত্যুর মিছিল চলমান ৷ কে জানে শোকবার্তা লিখতে লিখতে কে কবে শোকবার্তায় পরিণত হব৷ কিচ্ছু বলার উপায় নেই…
চলে গেলেন চলচ্চিত্র সংসদকর্মী শফিউজ্জামান খান লোদী ভাই৷
লোদী ভাই প্রিয়জন ছিলেন৷ স্নেহ করতেন খুব৷
মানুষগুলো চলে যাচ্ছেন ৷ চলে যাচ্ছে একটি সময়ের স্মৃতি, উষ্ণতা৷