টালিপাড়ার তারকা চিত্রনায়িকা শুভশ্রী ও চিত্রনায়ক জিৎ করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে ইনস্টাগ্রামের মাধ্যমে জিৎ নিজেই তাঁর কোভিড পজিটিভ হওয়ার খবর দেন। এদিকে টালিপাড়ার শোবিজের জনপ্রিয় তারকা চিত্রনায়িকা শুভশ্রী নিজের টুইটারে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। তারা দুজনেই নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানা গেছে।
শুভশ্রী টুইটারে লিখেছেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমার ছেলে ইউভান একদম সুরক্ষিত। সে আপাতত কেয়ারটেকারের কাছে আছে। রাজ এখন ব্যারাকপুরে, আমি বাড়িতেই কোয়ারেন্টিনে আছি। সব রকম সুরক্ষাবিধি মেনে চলছি, যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে। দয়া করে মাস্ক পরুন, স্যানিটাইজড করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস ফিরে এসেছে। সকলে সুরক্ষিত থাকুন।’
ইনস্টাগ্রামে জিৎ লিখেছেন, ‘আমি করোনায় আক্রান্ত। বাড়িতে নিভৃতবাসে রয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যাঁরা বিগত কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করছি। খুব শিগগিরই দেখা হবে সকলের সঙ্গে।’
গত মার্চে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে জিৎ করোনার টিকা নিয়েছিলেন বলে জানা যায়। টিকা নেওয়ার সেই ছবি তিনি ইনস্টাগ্রামেও পোস্ট করেন।
জিৎ গত বছর ‘বাজি’ ছবির শুটিং করতে লন্ডনে যান। সেখানে তার সঙ্গে মিমি চক্রবর্তীও ছিলেন। করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পেলে মাঝপথে শুটিং থামিয়ে তারা ফিরে আসেন। এ বছর দুর্গাপূজার আগে আবার টেমসের তীরে বাকি শুটিং শেষ করেন তাঁরা।
গত সপ্তাহে জিৎ ও শুভশ্রী ডান্স বাংলা ডান্স প্রতিযোগিতার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীও করোনায় আক্রান্ত ছিলেন।
এদিকে করোনার দ্বিতীয় ঢেউ আসার পরে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায়, ভরত কল, শ্রুতি দাস, ঋতব্রত মুখোপাধ্যায়সহ কলকাতার অনেক তারকারা করোনায় আক্রান্ত হন।