জাপানের সঙ্গে মিলে তাহসান গাইছেন ‘বন্ধুত্বের পতাকা’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
জাপান দূতাবাস বাংলাদেশী জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান রহমান খানকে নিয়ে নির্মাণ করছেন মিউজিক ভিডিও ‘বন্ধুত্বের পতাকা’। এই গানটি লিখেছেন, সুর করেছেন ও একই সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাহসান। এই গানে বাংলাদেশ ও জাপানের মধ্যে দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উঠে আসবে। এছাড়া করোনা মহামারী প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বার্তা থাকছে এই গানে।
করোনা মোকাবেলায় জাপানসহ সারাবিশ্ব যেসব নিয়মনীতি মেনে চলছে সে বিষয়গুলোকে এই গানে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাহসান।
তিনি জানান, জাপান ও বাংলাদেশের মধ্যেকার দৃঢ় বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে স্মরণীয় করে রাখতে এই গানটি গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলমান কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই গানটি করা হচ্ছে।
এই গানটি দুটি দেশের বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং একতাবদ্ধ হয়ে এই পরজীবীর বিরুদ্ধে লড়তে উদ্ধুদ্ধ করবে বলে জানান সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান।
তবে আগে থেকেই জাপানের সঙ্গে তাহসানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাহসান জাপান-বাংলাদেশের পণ্য ‘ইউনিকলো’র শুভেচ্ছাদূত হয়েছিলেন এর আগে। তিনি এর আগে কাজের অংশ হিসেবে একাধিকবার জাপানেও গেছেন। তাহসানকে নিয়ে ঢাকাস্থ জাপান দূতাবাস কিছুদিন পূর্বে ‘জাপান ফেস্ট ২০২১ উইথ তাহসান খান’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।