মাইক্রোফোন হাতে ঢিলেঢালা পোশাকে এক ব্যাতিক্রম লুকে মফস্বল সাংবাদিক হিসেবে হাজির হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। রাজীব আহমেদের রচনায় ও রুবেল হাসানের পরিচালনায় ‘ব্রেকিং নিউজ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন অপূর্ব। সেই নাটকের একটি পোস্টারে তাকে দেখা যাচ্ছে ভিন্ন লুকে।
প্রথমবারের মতো এমন একটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। চরিত্রে দেখা যায় তিনি ঢাকার একটি অনলাইন সংবাদ মাধ্যমের মফস্বল প্রতিনিধি হিসেবে কাজ করেন। কম বেতনে কাজ করে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হয়েও একজন দায়িত্বশীল মফস্বল সাংবাদিকের প্রতিচ্ছবিই দেখা যাবে এই চরিত্রে। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গল্পের লেখক নাট্যকার রাজীব আহমেদ জানান, দীর্ঘদিন বিভিন্ন প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিকতার যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে এ নাটকটি লিখেছেন তিনি। তিনি বলেন, দেশের মানুষের মধ্যে ধারণা আছে যে সাংবাদিক মানেই টাকা দিয়ে কেনা যায়, পোষা যায়। জীবনের প্রয়োজনে হয়তো অনেক সময় কম্প্রোমাইজ কাউকে কাউকে করতে হয়, কিন্তু সত্যিকার অর্থেই রাষ্ট্রীয় বা জাতীয় সংকট যখন সামনে আসে, তখন কিন্তু ঠিকই সাংবাদিক তার নীতি আদর্শ নিয়ে দাঁড়িয়ে যায়। সেসময় কোনো সাংবাদিক মৃত্যুর ভয়ও করে না, জীবনের পরোয়াও করে না। প্রমাণ হয়, সাংবাদিকতা একটি মহৎ পেশা। যারা সাংবাদিকদের নিয়ে ট্রল করেন, তারা সঠিক তথ্যটাও কিন্তু পাচ্ছেন সাংবাদিকদের কাছ থেকেই।
পরিচালক রুবেল হাসান বলেন, মফস্বলের একজন সাংবাদিকের জীবনের টানাপড়েনের গল্প ব্রেকিং নিউজ। এর গল্পটি কাল্পনিক, তবে সেখানে একজন সাংবাদিকের না বলা গল্প উঠে আসবে। এ নাটকের মাধ্যমে অপূর্ব নিজেকে ভাঙার চেষ্টা করেছেন বলে উল্লেখ করে পরিচালক। বিনোদনের পাশাপাশি এ নাটকে একটি বার্তা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
গত মাসে তিনদিন শুটিংয়ে অংশ নিয়ে নাটকটির কাজ শেষ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। অপূর্বর বিপরীতে নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এছাড়া আরও অভিনয় করেছেন কায়েস চৌধুরী, হিন্দোল রায়সহ অনেকে। ঈদের দিন একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এরপর ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হবে।