কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মজয়ন্তী আজ। এ দিনে বাংলাদেশের গুনী রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিউল ইসলাম পোলাকের কণ্ঠে প্রকাশিত হলো রবি ঠাকুরের ‘কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না’ এবং ‘অসম্ভব’ কবিতার মেলবন্ধনে নির্মিত সঙ্গীতচিত্র।
রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের ‘কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না’ গানটি গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও ‘সানাই’ কাব্যগ্রন্থের ‘অসম্ভব’ কবিতা আবৃত্তিতে ছিলেন সামিউল ইসলাম পোলাক। এই গান-কবিতার মেলবন্ধনে নির্মিত সঙ্গীতচিত্রটি নির্মাণ করেছেন ইয়ামিন এলান।
এর পরিকল্পনা হীরণ চৌধুরীর ও সংগীতায়োজন আমজাদ হোসেনের। এর প্রযোজনা ও পরিবেশনে আছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাঙালি-আমেরিকান সাংস্কৃতিক সংগঠন ধ্রুপদ। ধ্রুপদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানচিত্রটি প্রকাশিত হয়েছে।
এ সঙ্গীতচিত্র প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, রবীন্দ্রনাথের গোপন প্রাণের নিভৃতপুরে তাঁর জীবনদেবতা ধরা দিয়েছিলেন। কে জানত, তিনি আসবেন এমন অনাহূতের মতন!
কবি তাঁর ৫২ বছর বয়সে ১৩২০ বঙ্গাব্দে আলো-আঁধারের আনন্দ মাধুরীতে ভীমপলশ্রী সুরে মিনতি করে ‘কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না’ গানটি রচনা করেছিলেন জানিয়ে বন্যা বলেন, এই গান-কবিতার যুগলবন্দী সব দর্শক-শ্রোতাকে প্রীত করবে বলেও তাঁর বিশ্বাস।