ঈদের দিন ওটিটি প্ল্যাটফর্ম ‘আই থিয়েটারে’ মুক্তি পাচ্ছে অনন্য মামুন নির্মিত সিনেমা ‘কসাই’। এ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। মঙ্গলবার বিকেলে সিনেমাটির ১ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলার প্রকাশের পর বেশ সাড়া পড়েছে।
এর আগে ১৭ মার্চ ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। এরপর প্রকাশিত হয় পোস্টার ও কিছু স্থিরচিত্র। ছবিটির বিভিন্ন লুক ও আঙ্গিক বেশ প্রশংসা ও আলোচনার জন্ম দেয়।
আই থিয়েটার অ্যাপ ডাউনলোড সাবস্ক্রিপশন করে সিনেমাটি দেখা যাবে মাত্র ২০ টাকায়। নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, অ্যাপটি একদিনের জন্য ২০ টাকা দিয়ে সাবস্ক্রিপশন করে সিনেমাটি যতবার ইচ্ছা দেখা যাবে। এদিন অন্য কনটেন্টেও দেখতে পারবেন দর্শকরা। অ্যাপটির মাসিক ও বাৎসরিক সাবস্ক্রিপশন ফি যথাক্রমে ১৫০ ও ৬০০ টাকা।
অনন্য মামুনের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ‘হিংস্রতাই নেশা’ স্লোগানে সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রডাকশন। এতে নিরব ছাড়াও আরও অভিনয় করেছেন নওশাবা আহমেদ, রাশেদ মাহমুদ অপু, প্রিয়মনি, এল আর খান সীমান্ত, শাহীন মৃধা, রিওসহ অনেকে।
কসাইয়ের মাধ্যমে ৯ বছর পর ঈদে নিরবের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন তিনি। নিরব জানান, ২০১২ সালের ঈদে নিপুণের সাথে তাঁর ‘তুমি আসবে বলে’ ছবিটি মুক্তি পায়।
তিনি বলেন, গল্পনির্ভর সিনেমা ‘কসাই’। সাসপেন্স ভরা সিনেমাটি একটি ট্র্যাপে পড়ার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত।
গেল বছরের ডিসেম্বরে পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন পরিচালক অনন্য মামুন। সে সময়ের জেলজীবনের কিছু মানুষের গল্প জানেন তিনি। সেখান থেকে একজন মানুষের জীবনের গল্প বেছে নেন এ ছবির প্লট হিসেবে।–এমনটাই জানিয়েছেন এ নির্মাতা। এ ছবিতে দর্শকেরা চারটি পরিবারের সত্য ঘটনার গল্প দেখতে পাবেন বলেও কিছুটা আভাস দেন নির্মাতা অনন্য মামুন।