কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখা জনপ্রিয় ম্যগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবরের মতো এবারের ঈদেও অনুষ্ঠিত হবে। তবে করোনাকালীন এই ঈদে স্টুডিওতে উপচেপড়া দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠান করা সম্ভব হচ্ছেনা বিধায় কিছু পর্বের সংকলন করেই এবারের ইত্যাদি সাজানো হয়েছে। তবে এবারের ইত্যাদিতে রাখা হয়েছে বিশেষ চমক। যা দর্শকদের কিছুটা বিনোদিত করবে।–এমনটাই মত সংশ্লিষ্টদের।
ঈদের দ্বিতীয় দিন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত আটটার বাংলা সংবাদের পর ‘ইত্যাদি’ অনুষ্ঠিত হবে। এবারের ভিন্নসাজের ইত্যাদিতে যে চমক থাকছে সেটি নুতনভাবে ধারণ করে সংযোজন করা হয়েছে এবারের পর্বে।
বরাবরের মতো বৈচিত্র্য রেখেই ‘ইত্যাদি’ শুরু করা হয়েছে সেই একই গান দিয়ে-‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’। এবারের ইত্যাদিতে সংকলন করা হয়েছে একটি বিষয়ভিত্তিক গান। নন্দিত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও প্রয়াত এন্ড্রু কিশোরের কণ্ঠে শোনা যাবে এই গান। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সঙ্গীতায়োজন করেছেন সদ্য প্রয়াত ফরিদ আহমেদ। গানটির চিত্রায়নে অংশ নিয়েছে শতাধিক নৃত্যশিল্পী।
ঈদ ‘ইত্যাদি’র এবারের পর্বে থাকছেন প্রয়াত চিত্রনায়ক বুলবুল আহমেদ, সদ্য প্রয়াত ওয়াসীম ও ফারুক। ওই প্রজন্মের তিন নায়কের সঙ্গে রয়েছেন এই প্রজন্মের তিন নায়ক ইমন, নিরব ও সজল।
রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত
বরাবরের মতো ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন হানিফ সংকেত। কেয়া কসমেটিকস্ লিমিটেডের সৌজন্যে প্রযোজনা করেছেন ফাগুন অডিও ভিশন।
এবারের ঈদ ইত্যাদিতে অভিনেতা শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির এবং ইমন অংশ নিয়েছেন একটি নাট্যাংশে। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর।
জাহিদ হাসান ও মাহফুজ আহমেদের সঙ্গে অভিনেত্রী ডলি জহুরের একটি মজার প্রশ্নোত্তর পর্ব রয়েছে। ঈদের কেনাকাটা নিয়ে রয়েছে দুটি মজার মিউজিক্যাল পর্ব। যেখানে দেখা যাবে চঞ্চল চৌধুরী, জয়, আগুন, বিপ্লব, হাসান ও কুদ্দুস বয়াতীকে।
একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজনে রয়েছেন সুপারস্টার তারকা মডেল ও অভিনেত্রী মৌ, মডেল নোবেল, চিত্রনায়িকা মৌসুমি ও চিত্রনায়ক ফেরদৌস। এছাড়া গান গেয়েছেন জনপ্রিয় শিল্পী প্রতিক হাসান, প্রিতম হাসান, কনা ও ঐশী। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সঙ্গীত পরিচালনা করেছে প্রিতম হাসান।
নির্বাচিত দর্শকদের নিয়ে করা দর্শক পর্বে অংশগ্রহণ করেছেন অভিনেতা অপূর্ব ও অভিনেত্রী মিথিলা। আরব্য উপন্যাসের একটি গল্পের আদলে তৈরি হয়েছে দলীয় সঙ্গীত। অর্ধশত বিদেশিদের নিয়ে সচেতনতামূলক মজার পর্ব রয়েছে। মামা-ভাগ্নে ও নানী-নাতির বিশেষ নাট্যাংশ রয়েছে বরাবরের মতোই।