এবারের ঈদুল ফিতরে জনপ্রিয় উপস্থাপক ও সাংবাদিক তানভীর তারেকের বিশেষ ‘সেলিব্রিটি ক্যাফে’ অনুষ্ঠিত হচ্ছে। এ আড্ডায় আছেন শোবিজের তিন জনপ্রিয় তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী অপু বিশ্বাস ও সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে জাগো এফএম-এ। তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় আরজে উদয় চৌধুরীর প্রযোজনায় ঈদের ৩দিন রাত ১০টায় প্রচারিত হবে এটি।
তানভীর তারেক এ অনুষ্ঠান সম্পর্কে জানিয়েছেন, ঈদ নিয়ে তিনি কোনও প্রশ্নই করেননি অতিথিদের। গত তিন ঈদে কারও ভেতরে মানসিক আনন্দ নেই জানিয়ে তিনি বলেন, সময়কে ধরে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করেছেন তিনি।
খুব প্রাণবন্ত একটা আড্ডা হয়েছে উল্লেখ করে তানভীর বলেন, এই ঘরবন্দি ঈদে বিশেষ এই এপিসোডগুলো দারুণ এক উপহার হিসেবে দর্শক ও শ্রোতাদের কাছে অনুভূত হবে বলে মনে করেন তিনি।
অভিনেতা চঞ্চল চৌধুরীরে কাছে তানভীর তারেকের এ অনুষ্ঠানে অংশগ্রহণ বিশেষ কিছু বলেই মনে করেন। প্রশ্ন ও প্রসঙ্গ তুললেই একমাত্র আড্ডা বা আলাপনের রসদ তৈরি হয় বলে মনে করেন চঞ্চল চৌধুরী।
সামিনা চৌধুরী এ অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, সব অনুষ্ঠানে সাধারণত তিনি যাননা। কারণ সবাই সেই মাপের প্রশ্নও করতে পারেন না বলে মনে করেন তিনি। তানভীর সেদিক দিয়ে ব্যতিক্রম, যা নিয়ে কথা বলা যায় এমন কথাই তানভীরের সঙ্গে হয়। যা এ সময়ে বলাটাও জরুরি এ ধরনের অনেক বিষয় নিয়েই কথা হয়েছে বলে জানানা সামিনা চৌধুরী।