কালচারাল ইয়ার্ড ডেস্ক:
কয়েক বছর ধরে নানা সূত্র ধরে ও মাহির স্ট্যটাসের সূত্র ধরে প্রচার হচ্ছিল স্বামীর সঙ্গে বিচ্ছেদ হতে যাচ্ছে। তবে সকল গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এবার সত্যিই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলো ঢাকাই সিনেমার অন্যতম চিত্রনায়িকা মাহিয়া মাহির।
রবিবার (২৩ মে) মধ্যরাত দেড়টার দিকে একটি স্ট্যটাসে বিষয়টি সাফ জানিয়ে দিলেন মাহি। গেলো কিছুদিন অবশ্য তার স্ট্যটাসগুলো বিচ্ছেদের বার্তাই দিয়ে যাচ্ছিল। সেটারই চূড়ান্ত রুপ প্রত্যক্ষ হলো রবিবার মধ্যরাতে। এ সময় মাহি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’
এই ‘ভালো মানুষ’ যে তার স্বামী পারভেজ মাহমুদ অপুই এ বিষয়টি গণমাধ্যমে পরিষ্কার করেছেন মাহি। তিনি আরেও স্পষ্ট করে লিখেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।’
এ ঘটনায় নিজেকেই অপরাধী মনে করছেন এই নায়িকা। তিনি লিখেছেন, ‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।’
জানেতে চাইলে গণমাধ্যমকে বিষয়টি সত্যি বলে উল্লেথ করেছেন মাহি। তবে তিনি এ সময় নেতিবাচক কিছু না লেখার জন্য অনুরোধ করেছেন একটি গণমাধ্যমকে।
এর আগে গত শনিবার (২২ মে) বিকালে মাহি তার ফেসবুকে লেখেন ‘Sometimes self respect is important than the relationship’। ১৬ মে লেখেন- ‘এরপরও আমরা দুজন মুখোমুখি হবো, কেউ কারও দিকে না তাকিয়েও পেট ভরে দু’জন দু’জনকে দেখবো, ঘ্রাণ নেবো, স্পর্শ করবো।’
১২ মে অপুর সঙ্গে দু’টি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে লিখেছেন- ‘গত ৮৬৪০০ মিনিট ধরে ভাবছি তোমাকে নিয়ে গুনে গুনে ৫১টা লাইন লিখবো। কিন্তু কিভাবে যে লিখবো, ঠিক কোত্থেকে শুরু করবো সেটাই ভেবে পাচ্ছিনা। আচ্ছা আমি কি আর কোনোদিন গুছিয়ে কথা বলাটা শিখবো না তাইনা? তুমি তো আমাকে কিছুই শিখাতে পারলা না, এটাকি ঠিক?’
২০১৬ সালের ২৫ মে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি।