বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জ্যাকি শ্রফ সম্প্রতি বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে অভিনয় করলেন ‘রাধে’ সিনেমায়। তিনি এবার বলিউড থেকে হলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।
ফিল্মফেয়ারের এক প্রতিবেদনের প্রকাশ, সিঙ্গাপুর ভিত্তিক নির্মাতা শ্রেয়শি সেনের প্রযোজনায় সঙ্গীতশিল্পী স্লো জোয়ের জীবন অবলম্বনে একটি সিনেমা হতে যাচ্ছে। সেখানে কাজ করবেন জ্যাকি।
পৃথিবীর নানা দেশ নিয়ে কবিতা লেখাসহ জনতার জন্য গান গাইতেন স্লো জোয়। তার জীবনকে ঘিরেই নির্মাণ হচ্ছে সিনেমাটি।
ভারতের করোনা পরিস্থিতি ভালো হলে সিনেমাটির শুটিং শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। জানা গেছে, ভারতেবর গোয়া, ফ্রান্সের প্যারিস এবং কোনাকিতে ছবিটির শুটিং হবে।
ছবিটি হিন্দি, ইংরেজি, ফ্রেঞ্চ ও কোনাকিসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তির পরিকল্পনা করা হয়েছে।