টলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে এবার কোভিড চিকিৎসা কেন্দ্র তৈরি করা হয়েছে। যেখানে বিনামূল্যে শিল্পী-কলাকুশলীরা চিকিৎসা নিতে পারবে। ভারতের করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়ে যাওয়ায় এ উদ্যোগ একটি মাইলফলক বলছে সংশ্লিষ্টরা।
ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম ও বিধায়ক দেবাশীষ কুমারের যৌথ উদ্যোগে দক্ষিণ কলকাতায় লেক গার্ডেন্সের কাছে ব্যাডমিন্টন ট্রেনিং সেন্টারের কমপ্লেক্সে এই অস্থায়ী চিকিৎসাকেন্দ্র নির্মাণ করা হয়েছে। মিলন সংঘ ক্লাবও এর নির্মাণ সহযোগিতায় আছেন।
এখানে রয়েছে ২৫টি বেড। এখানে বিনামূল্যে করোনা আক্রান্ত শিল্পী, কলাকুশলী এবং তাদের আত্মীয় পরিজনদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। ২২ মে শনিবার থেকেএর কার্যক্রম শুরু হয়েছে।
সৌমিত্র নামের এই অস্থায়ী চিকিৎসা কেন্দ্র সম্পর্কে ফোরামের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানানো হয়। দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর। আপাতত ৮৯ এবং ৯৩ ওয়ার্ডের বাসিন্দাদের এই পরিষেবা দেওয়া হবে বলেও জানানো হয়েছে ফোরামের পক্ষ থেকে।
বলা হয়েছে, বিনামূল্যে এখানে স্বাস্থ্য পরিষেবা পেতে গেলে কোভিড রিপোর্টের ফটোকপি জমা দিতে হবে। এছাড়া ভর্তির সময় রোগীকে আধার কার্ডটি সঙ্গে করে আনতে হবে। ফোরামের মাধ্যমে এখানকার পরিষেবা পাওয়ার জন্য যোগাযোগ করতে হবে বলেও জানানো হয়।