ঢাকাই চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ফের আইসিইউতে। বুধবার (২৬ মে) ফারুকের ছেলে রোশন হোসেন শরৎ গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গত মাসে ফারুকের অবস্থার কিছুটা ভালো হলে তাকে কেবিনে দেওয়া হয়। কিন্তু ১ মে আবারও অসুস্থ হয়ে পড়লে আই্সিউতে নেওয়া হয় তাকে।
রোশন হোসেন শরৎ তার মায়ের বরাত দিয়ে বলেন, সিঙ্গাপুরে থেকে আম্মু জানিয়েছেন বাবাকে স্বাভাবিকভাবে খাবার খাওয়াতে পারছেন না। প্রায় তিন মাস ধরে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন ফারুককে গতমাসে কেবিনে আনা হয়েছিলো। তখন ফারুকের অবস্থাও উন্নতির দিকে ছিল বলে তার স্ত্রী ফারহানা পাঠান জানিয়েছিলেন। কিন্তু দুইদিন পরই আবার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
ফারুকের স্ত্রী ফারহানা পাঠান সিঙ্গাপুরে স্বামীর সঙ্গে অবস্থান করছেন। শারীরিক অবস্থার উন্নতি নিয়ে নতুন কোনো তথ্য চিকিৎসকরা দিতে পারছেননা জানিয়ে ফারুকের ছেলে শরৎ বলেন, চিকিৎসক আমাদের ধৈর্য ধরতে বলেছেন। তিনি এ সময় বাবা ফারুকের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
চিত্রনায়ক ফারুক বিগত আট বছর ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। মাস তিনেক আগে স্বাস্থ্য পরীক্ষা করাতে গেলে পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন।
এ সময় তাকে সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাঁর মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে।