বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক জায়েদ খান এবার মসজিদ কমিটির সভাপতি। পিরোজপুরের মাছিমপুরের আল হেরা জামে মসজিদের সভাপতি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৬ মে) গণমাধ্যমে বিষয়টি জায়েদ খান নিজেই নিশ্চিত করেছেন। এ পদে নির্বাচিত হওয়ায় বিস্মিত জায়েদ খান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন।
জায়েদ খান জানান, তিনি বাড়ি গিয়ে খুব অবাক হয়েছেন। আল হেরা জামে মসজিদ থেকে তাকে আমন্ত্রণ জানিয়ে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। তিনি জানান, এ সময় তার হাতে উপহার স্বরূপ জায়নামাজ ও টুপি তুলে দেওয়া হয়েছে।
জায়েদ খান বলেন, সাধারণত মসজিদ কমিটির সভাপতি বা সেক্রেটারি করা হয় স্থানীয় জনপ্রতিনিধি কিংবা গণ্যমান্য ব্যক্তিকে। কিন্তু কেন তাকে সভাপতি করা হলো জানতে গিয়ে তার কোন বাজে অভ্যাস নেই, মদ সিগারেট খান না, তাই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান জায়েদ খান।
তিনি বলেন, ‘আমি অভিনয় করি, অনেকের ধারণা যার অভিনয় করে, সিনেমার মানুষ তারা খারাপ। আমাকে এই পদে নেওয়া হয়েছে এখন অনেকের ভুল ভাঙবে। আল্লাহ আমাকে কবুল করেছেন বলেই এমন একটি মর্যাদাকর স্থান পেয়েছি।
জায়েদ খান দীর্ঘদিন ধরে ঢালিউডের সিনেমায় অভিনয় করেন। নায়ক হিসেবে তার বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু যদিও ছবিগুলো তেমন সফলতার মুখ দেখেনি। অভিনেতা হিসেবেও নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেননি তিনি। তবে সাংগঠনিক খ্যাতি রয়েছে তার। তিনি দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।