সোলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও খ্যাতিমান ড্রামার সুব্রত বড়ুয়া রনি ফুসফুস ক্যানসারে আক্রা্ন্ত হয়ে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে এ রোগে ভুগছিলেন। ঢাকার ডেল্টা ক্যানসার হাসপাতালে বুধবার (২৬ মে) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
সোলস ব্যান্ডের বর্তমান সদস্য পার্থ বড়ুয়া রনির মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, সঙ্গীতাঙ্গনের সবার প্রিয় ছিলেন রনিদা। সকালেই রনির মুতদেহ চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। পরে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে তার মরদেহের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জান গেছে।
গত বছরে যখন দেশে করোনা ভাইরাসস ছড়িয়ে পড়ে তখন থেকেই রনির ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। রাজধানীর মিরপুরের ডেল্টা হাসপাতালে রনি চিকিৎসাধীন ছিলেন।
সুব্রত বড়ুয়া রনি প্রায় পাঁচ দশক ধরে সঙ্গীতাঙ্গনে ড্রামার হিসেবে খ্যাতিমান হয়ে আছেন। ১৯৭০ সালে চট্টগ্রামে গানের দল সোলস গঠন করা হলে তিনি প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন ছিলেন। সেই দলে ছিলেন সঙ্গীতাঙ্গনের মহারথী নকীব খান, তপন চৌধুরীর মতো গুনী শিল্পীরা। তাঁর মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।