জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল কয়েক মাস আগে ঘোষণা দিয়েছিলেন যে, তিনি প্রতি মাসে একটি করে নতুন ছবি নির্মাণ কাজ শুরু করবেন। অন্য অনেকের মত তিনি ঘোষণা দিয়েই থেমে থাকেন নি। নিয়মিত ছবি নির্মাণ করে যাচ্ছেন। ইতোমধ্যে শেষ করেছেন ‘বাংলার হারকিউলিস’, ‘মানুষ হলো অমানুষ’, ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমার কাজ, যেগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে। এবার আসলো নতুন চলচ্চিত্রের ঘোষণা। ডিপজলের নতুন চলচ্চিত্র ‘ঘর ভাঙা সংসার’।
ছবিটি নির্মাণ করবেন গুনী পরিচালক মনতাজুর রহমান আকবর। কাজ শুরু হবে আগামী ১৬ জুন থেকে- এমনটাই জানিয়েছেন প্রযোজক ডিপজল।
তিনি বলেন, ‘প্রতি মাসের মাঝামাঝি একটি করে সিনেমা নির্মাণ করেছি। এ মাসে লকডাউনের কারণে প্রস্তুতি থাকা সত্ত্বেও শুরু করতে পারিনি। তবে আগামী মাসের ১৬ তারিখ থেকে নতুন সিনেমা নির্মাণ শুরু হবে।’
সিনেমাগুলো প্রসঙ্গে এই মুভি লর্ড জানান, তার প্রতিটি চলচ্চিত্রে বিনোদনের সঙ্গে থাকে পারিবারিক ও সামাজিক বক্তব্য। যার মাধ্যমে দর্শকরা বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় কিছু পাবেন।
‘মানুষের সংসার কেন ভাঙ্গবে? সংসারে দুঃখ-কষ্ট থাকবেই, তার মানে এই নয় সংসার ভেঙ্গে দিতে হবে।’ – এমন একটি ম্যাসেজ নিয়ে নির্মিত হচ্ছে ডিপজলের নতুন সিনেমা ‘ঘর ভাঙা সংসার’।
এ লটে পরিচালক মনতাজুর রহমান আকবরের পরিচালনায় আরও পাঁচটি সিনেমা নির্মাণ করা হবে বলে জানান ডিপজল।