পরীমনি-রোশান এর ‘মুখোশ’র শুটিং সম্পন্ন: মুক্তি শীঘ্রই
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক রোশান অভিনীত ‘মুখোশ’ সিনেমাটির শুটিং সম্পন্ন। এখন চলছে সিনেমাটির পোস্ট প্রডাকশনের কাজ। করোনা কালে সবার সহযোগিতায় শুটিং শেষ করে এখন এডিটিং টেবিলে ছবিটি। শীঘ্রই প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
গত ১৮ জানুয়ারি ঢাকার সাভারে চলচ্চিত্র ‘মুখোশ’ এর শুটিং শুরু হয়। ২৯ জুন সাভারেই শেষ হয় ছবিটির শুটিং। পরিচালক ইফতেখার শুভ জানিয়েছেন, করোনার কারণে পরিস্থিতি খারাপ হলেও স্বাস্থ্যবিধি মেনে কড়া নিয়মের মধ্যে শুটিং শেষ করা হয়েছে। ছবিটির শিল্পী ও কুশলীদের প্রচেষ্টায় ২২ দিনে ছবিটির শুটিং শেষ করা হয়েছে।
২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদান পাওয়া সিনেমাটির শুটিং করোনার কারণে কিছুটা দেরিতে শুরু হয়। কিন্তু শুটিং শুরু করতে না করতেই শুরু হয় মহামারির দ্বিতীয় ঢেউ।
‘মুখোশ’ সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন ইফতেখার শুভ। শুভ’র অপ্রকাশিত উপন্যাস ‘পেজ নাম্বার ফোরটি ফোর’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন তিনি। ছবিটিতে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়সহ অনেকে অভিনয় করেছেন।
এটি ইফতেখার শুভর প্রথম সিনেমা। করোনাকালে ভয় ও আশঙ্কার মধ্যে ছবিটির শুটিং শেষ করার জন্য শিল্পী কুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিচালক।
তিনি জানান, সিলেট, টাঙ্গাইল, এফডিসি, বইমেলা ঘুরে সাভারে এসে শেষ হয় সিনেমা ‘মুখোশ’ এর শুটিং। পোস্ট প্রডাকশন শেষে দ্রুত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বলে জানান পরিচালক।
বেশ আশঙ্কা নিয়েই ছবিটির শুটিং শুরু করে এটি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সর্বশেষ টাঙ্গাইলে টানা ছয়দিন শুটিং করা হয়েছে বলেও জানান পরী।
এর আগে পরীমনি–রোশান জুটি ‘রক্ত’ সিনেমায় অভিনয় করেন। রোশান এ ছবি নিয়ে বলেন, সুস্থভাবে শুটিং শেষ করা গেছে এটাই ভালো লাগার। শুটিংয়ে আতঙ্ক নিয়ে কাজ করলেও ভালোভাবেই কাজ শেষ করা গেছে।