ঢালিউডের জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা নিপুণের জন্মদিন আজ। ১৯৮৪ সালের ৯ জুন কুমিল্লার বরুড়ায় জন্মগ্রহণ করেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী। গুনী এই অভিনেত্রীর জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে জানাই ফুলের শুভেচ্ছা ও ভালোবাসা।
বৈশ্বিক মহামারী করোনার কারণে এবারের জন্মদিন ঘিরে তিনি বিশেষ কোন অনুষ্ঠান করেন নি। তিনি জানান, মহামারীর এই ক্রান্তিকালে বড় করে জন্মদিন পালন করেন নি তিনি। পরিবার ও কাছের লোকজনের সাথেই কাটিয়েছেন এই দিনটি।
তার পুরো নাম নাসরিন আক্তার নিপুণ। শোবিজ অঙ্গনে নিপুণ নামেই পরিচিত তিনি। এফ আই মানিক পরিচালিত ‘পিতার আসন’ চলচ্চিত্রের মাধ্যমে ২০০৬ সালে রূপালী পর্দা আর্বিভাব হয় তার। তবে তার অভিনীত প্রথম ছবি ‘রত্নগর্ভা মা’। তবে সিনেমাটি মুক্তি পায়নি।
ইতোমধ্যেই অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেছেন নিপুণ। ২০০৮ সালে ‘সাজঘর’ এবং ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘ধুসর কুয়াশা’। বেশ কিছু টেলিভিশন নাটক ও টেলিফিল্মেও অভিনয় করেছেন তিনি।
টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে তার একটি একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও ‘টিউলিপ নেইলস অ্যাণ্ড স্পা’ এবং ‘টিউলিপ ফ্যাশন’ নামে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে তার।
২০১৭ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী পরিষদের সদস্য হন নিপুণ। বর্তমানে অভিনয়ে নিয়মিত না থাকলেও ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করার ইচ্ছে রয়েছে বলে জানান এই অভিনেত্রী।