কালচারাল ইয়ার্ড ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের হাসির রাজা দিলদারের মৃত্যুবার্ষিকী আজ। ২০০৩ সালের ১৩ জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৫৮ বছর বয়সে পরপারে পারি জমান জনপ্রিয় এই কৌতুক অভিনেতা।
বাংলা সিনেমার কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুবার্ষিকীতে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা৷
অমল বোস পরিচালিত ‘কেন এমন হয়’ চলচ্চিত্রে মাধ্যমে ঢালিউডে পর্দাপণ করেন দিলদার। এরপর আর তাকে ফিরে তাকাতে হয় নি। ধীরে ধীরে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। চার দশকে অভিনয় করেছেন চার শতাধিক চলচ্চিত্রে। বর্ণাঢ্য এই ক্যারিয়ারে নায়ক, চরিত্রাভিনেতা, খল নায়কসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও সবকিছুকে ছাপিয়ে হয়ে উঠেছেন বাংলা ছবির সেরা কৌতুক অভিনেতা।
তার সময়ে দিলদার কৌতুক অভিনেতা হিসেবে ঢালিউডে অপ্রতিদ্বন্দ্বি হয়ে উঠেছিলেন। তাঁকে চিন্তা করেই সিনেমার কাহিনী লেখা হতো অনেক সময়। পরিচালকদের কমেডি করার জন্য প্রথম চিন্তাই ছিলো দিলদার।
দিলদার সম্পর্কে আরও পড়ুন : ঢাকাই সিনেমার ‘হাসির রাজা’ দিলদার
বেদের মেয়ে জোসনা, বীর পুরুষ, অজান্তে, বিক্ষোভ, অন্তরে অন্তরে, দূর্জয়, কন্যাদান, সুন্দর আলী জীবন সংসার, স্বপ্নের নায়ক, এই ঘর এই সংসার, চাওয়া থেকে পাওয়া, প্রেম যমুনা, বাঁশিওয়ালা, আনন্দ অশ্রু, গাড়িয়াল ভাই, অচিন দেশের রাজকুমার, শান্ত কেন মাস্তান, গুন্ডা নাম্বার ওয়ানসহ অসংখ্য সিনেমায় অভিনয় তিনি করেন।
নায়ক হয়ে পর্দায় হাজির হলেন ‘আব্দুল্লাহ’ সিনেমায়। তোজাম্মেল হক বকুল পরিচালিত ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন চিত্র নায়িকা নূতন। নাম ভূমিকায় এ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। ছবিটি ছিলো ওই বছরের সেরা ৫ ব্যবসাসফল সিনেমার একটি।
দিলদার ২০০৩ সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে ‘তুমি শুধু আমার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ওই বছরই পরলোকগমন করেন হাসির রাজা দিলদার। ঢাকার ডেমরায় অবস্থিত সানারপাড় এলাকার পারিবারিক কবরস্থানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।