জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশে বিদেশে অসংখ্য চলচ্চিত্র পুরস্কারে ভূষিত নির্মাতা গাজী রাকায়েতের প্রথম ইংরেজী ভাষার সিনেমা ‘দ্য গ্রেভ’ হলিউডসহ বিভিন্ন উৎসবে মুক্তি পেয়েছে। এ ছবির বাংলা ভাষার ‘গোর’ এবার টেলিভিশনে প্রিমিয়ার হচ্ছে। ঈদের তৃতীয় দিন শুক্রবার ২৩ জুলাই চ্যানেল আইতে সকাল ১০টা ১৫ মিনিটে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে।
‘গোর’ ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম ছবি যা বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আগামী অস্কারের জন্যও সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে ইংরেজি ভাষায় নির্মিত ‘দ্য গ্রেভ’ ও আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাংলা ভাষার ‘গোর’ প্রতিযোগিতায় অংশ নেবে।
ছবিটির মূখ্য চরিত্রে নির্মাতা গাজী রাকায়েত নিজেই অভিনয় করেছেন। ছবিটিতে আরেকটি প্রধান চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। গাজী রাকায়েতের প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্মের কর্ণধার ফরিদুর রেজা সাগর ছবিটির সহ প্রযোজনা করেছেন। এতে বর্ষিয়াণ অভিনেতা মামুনুর রশীদ, অভিনেতা আশিউল ইসলাম, দীপান্বিতা মার্টিন, দিলারা জামান, সুষমা সরকার, এসএম মহসিন, এ কে আজাদ সেতুসহ অনেকে অভিনয় করেছেন।
গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ানো গোরখোদক এক লোকের জীবনকাহিনিকে ঘিরে সিনেমাটির প্রেক্ষাপট গড়ে উঠেছে । ১৯৯৭ সালে গাজী রাকায়েতের চিত্রনাট্য ও অভিনয়ে নির্মাতা সালাহউদ্দিন লাভলু ‘গোর’ নামে একটি ৫৫ মিনিটের নাটক নির্মাণ করেছিলেন। সেই নাটকের বিষয়বস্তুকে উপজীব্য করে নির্মাণ করা হয়েছে ছবি ‘গোর’। যেটি ইংরেজীতে ‘দ্য গ্রেভ’।
জানা গেছে, দুই ভাষায় নির্মিত সিনেমাটি চূড়ান্ত শুটিংয়ে যাওয়ার আগে সময় নিয়ে মহড়া করা হয়েছে। মহড়ার আগে প্রত্যেক অভিনয়শিল্পীকে নিজের সংলাপ মুখস্থ করে আসতে হয়েছে।